ভারতীয় জাতীয় কংগ্রেসের সোনাই ব্লক কমিটির মণ্ডল কমিটিগুলির পুনর্গঠন শুরু
সোনাই বিধানসভা কেন্দ্রের সোনাই ব্লক কংগ্রেসের অধীনে গাঁও পঞ্চায়েত এলাকায় মণ্ডল কমিটি পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়ার আওতায় দিদারখুশ ও নগদীরগ্রাম চান্দপুর মণ্ডল কমিটি গঠন করা হয়েছে, এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আরও কমিটি গঠন করা হবে। কংগ্রেস নেতা আক্তার হুসেন বড়ভুইয়া জানিয়েছেন, সোনাই ব্লকে এবারও কংগ্রেসের প্রার্থীরা অধিকাংশ আসনে জয়ী হবে।
হেলাল খানের যোগদানে কংগ্রেস শিবিরে উচ্ছ্বাস: দলের ভিত শক্তিশালী করার প্রত্যাশা
হেলাল খান কংগ্রেসে যোগদান করে দলের ভিত শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি গণতন্ত্র রক্ষায় কাজ করার দৃঢ় অঙ্গীকার করেছেন এবং কংগ্রেস কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।