শিলচর পৌর নিগম নির্বাচনের প্রস্তুতিতে তৎপর রাজ্য নির্বাচন কমিশন ও কাছাড় জেলা প্রশাসন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের অঙ্গীকার

রাজ্য নির্বাচন কমিশনার শ্রী রঞ্জন শর্মা (অবসরপ্রাপ্ত.) এর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে শিলচর পৌর নিগম নির্বাচনের নানা দিক নিয়ে গভীর আলোচনা ও খতিয়ে দেখা হয়। প্রস্তুতির ছবি তুলে ধরতে একটি সুপরিকল্পিত ১৫টি-স্লাইডের উপস্থাপনা পেশ করা হয়। এতে স্পষ্ট হয় কেবল ভোটের দিন নয়, তার আগের ও পরের প্রতিটি ধাপে কীভাবে কাজ করা হবে। ভোট ও গণনা কেন্দ্রে পর্যাপ্ত ও সুশৃঙ্খলভাবে প্রশিক্ষিত কর্মী মোতায়েন, ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জামের নিরাপদ পরিবহন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কৌশলগত পদক্ষেপ, স্ট্রংরুম ও গণনাকক্ষের নিরাপত্তা ও তদারকি সব কিছুই পরিকল্পনার অন্তর্ভুক্ত।

বৈঠকে কাছাড়ের জেলাশাসক শ্রী মৃদুল যাদব, আইএএস স্বাগত বক্তব্যে শিলচর পৌর নিগম  নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের প্রস্তুতির বিস্তারিত বিবরণ তুলে ধরেন। পাশাপাশি উপস্থিত ছিলেন ডিআইজি শ্রী কঙ্কনজ্যোতি শইকিয়া, রাজ্য নির্বাচন কমিশনের সচিব শ্রী গীতার্থ বড়ুয়া, জেলা উন্নয়ন আয়ুক্ত শ্রী নরসিং বে, অতিরিক্ত জেলাশাসক শ্রী ধ্রুবজ্যোতি পাঠক ও নির্বাচন আধিকারিক শ্রী মাসি টোপনো সহ জেলার অন্যান্য জ্যেষ্ঠ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা। বিশেষভাবে উল্লেখযোগ্য যে ৪২টি ওয়ার্ডের প্রত্যেক রেজিস্ট্রেশন অফিসার এই বৈঠকে অংশগ্রহণ করেন। ওয়ার্ডভিত্তিক প্রস্তুতি ও স্বচ্ছতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে এই উপস্থিতি তাৎপর্যপূর্ণ।

একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল ভোটার তালিকার যথার্থতা। রাজ্য নির্বাচন কমিশনার স্পষ্ট নির্দেশ দেন যাতে খসড়া ভোটার তালিকায় কোনো ভুল না থাকে এবং যোগ্য কোনো ভোটার যেন বাদ না পড়েন। ভোটার তালিকায় স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভোট প্রক্রিয়া বজায় রাখতে পুলিশের কৌশলগত প্রস্তুতি ও নিরাপত্তার দিকগুলিও বিস্তারিতভাবে পর্যালোচনা হয়।

বৈঠকে স্ট্রংরুম ও গণনাকেন্দ্রগুলির নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা আরও জোরদার করার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। কমিশনার এও জানান, জনগণের আস্থা অর্জনের জন্য প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে। সোমবারের এই বৈঠক রাজ্য নির্বাচন কমিশন ও কাছাড় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার স্পষ্ট প্রতিফলন। শিলচর পৌর নিগম নির্বাচনকে একটি মডেল নির্বাচন হিসাবে উপস্থাপনের লক্ষ্যেই যে প্রশাসন কাজ করছে, তা এই আলোচনা সভা থেকে স্পষ্ট হয়ে উঠেছে। জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করে, স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ায় শিলচর পৌর নিগমের  নির্বাচন সম্পন্ন হবে এই আশা ও অঙ্গীকারের বার্তা দিয়ে বৈঠক সমাপ্ত হয়। শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

Related Posts

আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি  শ্রীভূমি ২৬ জুলাই: শহর শ্রীভূমির  পানীয়জলের সমস্যা দূর করতে এবার নতুন জল প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান লঙ্গাই প্ল্যান্টের পাশেই…