
হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি শ্রীভূমি ২৪ মেঃ ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট বাস্তবায়ন সহ বিভাগীয় কাজের সার্বিক অগ্রগতি খতিয়ে দেখতে এক পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের মীন পশুপালন ও পশু চিকিৎসা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। দিসপুরে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে বিভাগীয় বিভিন্ন বিষয় নিয়ে আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন তিনি। বিশেষ করে বহিরাজ্য থেকে আমদানি করা শূকরের সুয়াইন ফিভার ভাইরাস নিয়ন্ত্রণের উপর পর্যালোচনা বৈঠকে গুরুত্ব আরোপ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
শূকরের বিভিন্ন রোগ হতে পারে, যার মধ্যে সোয়াইন ইনফ্লুয়েঞ্জা, ক্লাসিক্যাল সোয়াইন ফিভার, সিউডোরাবিস, এবং অ্যানথ্রাক্স উল্লেখযোগ্য। এছাড়াও কিছু পরজীবী যেমন ট্রাইচিনেলা স্পাইরালিস, টেনিয়া সোলিয়াম এবং টক্সোপ্লাজমা গণ্ডি শূকরের মাংসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করতে পারে।
এই সকল ভাইরাস থেকে কিভাবে শূকরকে রক্ষা করা যায়, এনিয়েও বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন পশুপালন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।এই রোগগুলি ছাড়াও শূকর বিভিন্ন পুষ্টির অভাব, যেমন ভিটামিন বা খনিজ অভাব জনিত অসুস্থতাতেও ভুগতে পারে। শূকরের রোগ প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার মত ব্যক্ত করেন বিভাগীয় আধিকারিকরা।
পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের জন্য এবারের বাজেটে বরাদ্দ অর্থের সঠিক ব্যবহারের নির্দেশ দেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। রাজ্যের শূকর চাষিদের সমস্যা সমাধানের উপরও অধিক গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। আজকের পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার অ্যান্ড সেক্রেটারি এমএস মনিভন্নণ (আইএএস), সেক্রেটারি সাদনেক সিং, ডিরেক্টর অতুল চন্দ্র দেউরি, সেক্রেটারি (ডায়েরি) পাঞ্চালি কাকতি মনিদীপ দাস আরও অনেকে।