তীব্র জল সংকটে ভুগছেন হাইলাকান্দির দক্ষিণ সোনাপুরের জনগণ বিভাগীয় আধিকারিকদের নেই কোনো খবর

এই স্লোগানে আজ মুখরিত হয়ে উঠল হাইলাকান্দি জেলার দক্ষিণ সোনাপুরের পিএইচই প্লান্ট। জলের অভাবে তপ্ত গ্রামবাসীরা আজ প্রতিবাদের পথ বেছে নিলেন, কারণ কথায় নয়, বাস্তবে তাদের জীবন এখন পুকুরের দুর্গন্ধযুক্ত জলের উপরই নির্ভরশীল।গত দু’বছর ধরে দক্ষিণ সোনাপুরের ‘জল জীবন মিশন-এর রংপুর ওয়েস্ট পি ডাব্লিউ এস এস প্রকল্পটি সম্পূর্ণ বিকল হয়ে পড়ে আছে। নামমাত্র স্থাপনা থাকলেও, বাস্তবে তার কার্যকারিতা শূন্য। প্ল্যান্টটির আনাচে-কানাচে গজিয়ে উঠেছে ঘাস, এমনকি জলের ট্যাংকের মধ্যেও গজিয়েছে আগাছা! এই দৃশ্য দেখে গ্রামবাসীদের ক্ষোভ আর চেপে রাখা সম্ভব হয়নি।

স্থানীয় মহিলারা বলেন “দুই বছর ধরে আমরা পুকুরের জল রিফাইন করে খেতে বাধ্য হচ্ছি। সেই জলেও দুর্গন্ধ। পানীয় জলের জন্য প্রতিদিন ভুগতে হচ্ছে কিন্তু তারপরও মিলছে না বিশুদ্ধ পানীয় জল।গ্রামবাসীদের দাবি, তারা একাধিকবার বিভাগীয় কর্তৃপক্ষকে প্রকল্প সচল করার অনুরোধ জানিয়েছেন, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। প্রশাসনিক নিষ্ক্রিয়তা আর অব্যবস্থাপনায়, আজ দক্ষিণ সোনাপুর কার্যত জলবঞ্চিত মরুভূমিতে পরিণত হয়েছে।

এই সংকট কেবল প্রযুক্তিগত নয়, এটি একটি প্রশাসনিক ব্যর্থতার স্পষ্ট চিত্র। যদি জরুরি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।এদিকে,জল জীবন মিশনের মতো একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যদি শুধু ঘাস জন্মানোর ক্ষেত্র হয়ে দাঁড়ায়, তবে সাধারণ মানুষের বিশ্বাস আর প্রশাসনের উপর থাকে না কিছুই। দক্ষিণ সোনাপুর এখন শুধুই জলের জন্য লড়াইরত এক জনপদ।

এই প্রতিবাদ যেন কেবল শুরু—আসন্ন দিনগুলোতে প্রশাসনের ভূমিকা নিয়ে আরও বড় প্রশ্ন উঠতে বাধ্য।গ্রামবাসীরা তাদের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দিতে জেলা আয়ুক্ত ও বিভাগীয় কর্তৃপক্ষ সহ সরকারের কাছে কাতর আবেদন জানিয়েছেন।

Related Posts

এনএইচএম কর্মীদের কর্মবিরতিতে অচল স্বাস্থ্য পরিষেবা

বরাকবাণী প্রতিবেদন, কচুদরম ২রা নভেম্বরঃ বরাক উপত্যকা সহ গোটা অসমে দিনকে দিন তীব্রতর হচ্ছে এনএইচএম (ন্যাশনাল হেলথ মিশন) কর্মীদের আন্দোলন ও কর্মবিরতি। রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। হাসপাতাল…

দক্ষিণ করিমগঞ্জে জোয়ার-ভাটার রাজনীতি, ইকবাল বনাম হাফিজ রশিদে সম্ভাব্য হাইভোল্টেজ লড়াই !

মইনুল হক বরাকবাণী প্রতিনিধি শ্রীভুমি, ২রা নভেম্বরঃ আসন্ন ২৬-শের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রীভুমি জেলায় রাজনীতির উত্তাপ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। নদী-সাগরের মতো রাজনীতিতেও আছে জোয়ার-ভাটা, কখনও উত্থান, কখনও পতন। কিন্তু পার্থক্য…