তীব্র জল সংকটে ভুগছেন হাইলাকান্দির দক্ষিণ সোনাপুরের জনগণ বিভাগীয় আধিকারিকদের নেই কোনো খবর

এই স্লোগানে আজ মুখরিত হয়ে উঠল হাইলাকান্দি জেলার দক্ষিণ সোনাপুরের পিএইচই প্লান্ট। জলের অভাবে তপ্ত গ্রামবাসীরা আজ প্রতিবাদের পথ বেছে নিলেন, কারণ কথায় নয়, বাস্তবে তাদের জীবন এখন পুকুরের দুর্গন্ধযুক্ত জলের উপরই নির্ভরশীল।গত দু’বছর ধরে দক্ষিণ সোনাপুরের ‘জল জীবন মিশন-এর রংপুর ওয়েস্ট পি ডাব্লিউ এস এস প্রকল্পটি সম্পূর্ণ বিকল হয়ে পড়ে আছে। নামমাত্র স্থাপনা থাকলেও, বাস্তবে তার কার্যকারিতা শূন্য। প্ল্যান্টটির আনাচে-কানাচে গজিয়ে উঠেছে ঘাস, এমনকি জলের ট্যাংকের মধ্যেও গজিয়েছে আগাছা! এই দৃশ্য দেখে গ্রামবাসীদের ক্ষোভ আর চেপে রাখা সম্ভব হয়নি।

স্থানীয় মহিলারা বলেন “দুই বছর ধরে আমরা পুকুরের জল রিফাইন করে খেতে বাধ্য হচ্ছি। সেই জলেও দুর্গন্ধ। পানীয় জলের জন্য প্রতিদিন ভুগতে হচ্ছে কিন্তু তারপরও মিলছে না বিশুদ্ধ পানীয় জল।গ্রামবাসীদের দাবি, তারা একাধিকবার বিভাগীয় কর্তৃপক্ষকে প্রকল্প সচল করার অনুরোধ জানিয়েছেন, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। প্রশাসনিক নিষ্ক্রিয়তা আর অব্যবস্থাপনায়, আজ দক্ষিণ সোনাপুর কার্যত জলবঞ্চিত মরুভূমিতে পরিণত হয়েছে।

এই সংকট কেবল প্রযুক্তিগত নয়, এটি একটি প্রশাসনিক ব্যর্থতার স্পষ্ট চিত্র। যদি জরুরি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।এদিকে,জল জীবন মিশনের মতো একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যদি শুধু ঘাস জন্মানোর ক্ষেত্র হয়ে দাঁড়ায়, তবে সাধারণ মানুষের বিশ্বাস আর প্রশাসনের উপর থাকে না কিছুই। দক্ষিণ সোনাপুর এখন শুধুই জলের জন্য লড়াইরত এক জনপদ।

এই প্রতিবাদ যেন কেবল শুরু—আসন্ন দিনগুলোতে প্রশাসনের ভূমিকা নিয়ে আরও বড় প্রশ্ন উঠতে বাধ্য।গ্রামবাসীরা তাদের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দিতে জেলা আয়ুক্ত ও বিভাগীয় কর্তৃপক্ষ সহ সরকারের কাছে কাতর আবেদন জানিয়েছেন।

Related Posts

শাসক দলের চাঁদাবাজ কয়লা, সুপারি চুন পাথর, সহ বিভিন্ন সিন্ডিকেটের রাজত্বে বরাক অশান্তির পথে: গৌরব গগৈর গুরুতর অভিযোগ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৬ জুন: আসামের বন্যা বিধ্বস্ত বরাক উপত্যকা পরিণত হয়েছে রাজনৈতিক টানাপোড়েন, সিন্ডিকেটের দৌরাত্ম্য আর সরকারি ব্যর্থতার এক জ্বলন্ত নিদর্শনে। সফরের দ্বিতীয় দিনে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা…

ঈদের প্রাক্কালে অবৈধ গরুর বাজারের বিরুদ্ধে গর্জে উঠলো বিশ্ব হিন্দু পরিষদ গো-রক্ষা বিভাগ

বরাকবাণী প্রতিবেদন,পাথারকান্দি,৬ জুন:  ঈদের প্রাক্কালে শ্রীভূমি জেলায় অবৈধ গরুর বাজার বন্ধের দাবিতে শ্রীভূমি জেলা আয়ুক্তের মারফৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ তথা রাজ্যের মীন,পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী  কৃষ্ণেন্দু পালের হাতে…