শ্রীভূমিতে উচ্ছেদ অভিযান, ফুটপাত পুনরুদ্ধারে প্রশাসনের কড়া পদক্ষেপ

উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নিযুক্ত ম্যাজিস্ট্রেট, পুরসভার কার্যনির্বাহী আধিকারিক, অতিরিক্ত আয়ুক্ত সহ বিশাল পুলিশ বাহিনী। রাস্তার পাশের ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে ব‍্যবসা চালিয়ে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাট একে একে গুড়িয়ে দেয় দফায় দফায় চলা এই উচ্ছেদ কার্যক্রম। শহরের ফুটপাত দখল করে চলা অবৈধ ব্যবসা বহুদিন ধরেই নাগরিক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল।

পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি, যানজট এবং নানাবিধ বিশৃঙ্খলা দেখা দিচ্ছিল নিয়মিত। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুরসভা এবং জেলা প্রশাসনের তরফে একাধিকবার নোটিশ জারি করা হয়েছিল এইসব ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্দেশ্যে। দোকান সরিয়ে নেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমাও নির্ধারণ করা হয়েছিল।

আজকের অভিযানে অন্তত কিছুটা হাঁফ ছাড়তে পারছি। আরেকজন অভিভাবক বলেন, স্কুলে ছেলেমেয়েকে নিয়ে যেতে গিয়ে ভীষণ সমস্যায় পড়তে হতো, হাঁটার জায়গা থাকত না। ফুটপাতটা তো সাধারণ মানুষের জন্য! অন্যদিকে, উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে দেখা গেছে ক্ষোভ এবং হতাশা। একজন সবজি বিক্রেতা কান্নাজড়িত কণ্ঠে বলেন, কোথায় যাব এখন?

পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, ফুটপাত দখল করে ব্যবসা করা একেবারেই অনৈতিক। এর ফলে সাধারণ মানুষ চলাচল করতে পারেন না। আমরা আগেই নোটিশ জারি করেছিলাম, কিন্তু অনেকেই তা অমান্য করেছে। বাধ্য হয়ে আজকের অভিযান চালানো হয়েছে। অতিরিক্ত আয়ুক্ত আরও বলেন, এটি একদিনের অভিযান নয়। পর্যায়ক্রমে শহরের প্রতিটি অংশ থেকে ফুটপাত দখলদারদের উচ্ছেদ করা হবে।

Related Posts

আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি  শ্রীভূমি ২৬ জুলাই: শহর শ্রীভূমির  পানীয়জলের সমস্যা দূর করতে এবার নতুন জল প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান লঙ্গাই প্ল্যান্টের পাশেই…