বানরের উপদ্রব ঠেকাতে হাইলাকান্দিতে তৎপর বন বিভাগ

এর পরিপ্রেক্ষিতে কয়েকদিন থেকে জেলা বন আধিকারিক অখিল দত্তের নেতৃত্বে হাইলাকান্দি জেলার বিভিন্ন অঞ্চলে বানরের উপদ্রব ঠেকাতে তৎপর হয়েছে বন বিভাগ। সেই হিসেবে বিভাগীয় তরফে এক প্রতিনিধি দল জেলার বিভিন্ন স্থানে গিয়ে খোঁজখবর নিয়ে খাদ্যাভাবে ক্ষুধার্ত লোকালয়ে হানা দেওয়া বানরের মধ্যে খাদ্য প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন বিভাগীয় সদর বিট অফিসার আবুল হাসান মজুমদার, পরিষ্মিতা মোহন, রশ্মিতা বরুয়া, মানস দেব, কালাম মজুমদার সহ বন বিভাগের অন্যান্য কর্মীরা।

এদিকে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সদর বিট অফিসার আবুল হাসান মজুমদার জানিয়েছেন বানরের আতঙ্কে থাকা বিভিন্ন এলাকার মানুষের অভিযোগ শুনে মতবিনিময় করেন এবং  তাদেরকে অধিক সচেতন হতে আহ্বান জানিয়েছেন।

তিনি আরও জানান তারা জেলার মনাছড়া, আনিপুর বাজার এলাকা সহ বিভিন্ন বাগান এলাকায় গিয়ে ক্ষুধার্ত লোকালয়ে হানা দেওয়া বানরের মধ্যে খাদ্য প্রদান করেন। পাশাপাশি আবুল হাসান জানান যদি ফুড প্ল্যান্টেশন থাকতো তাহলে বানর লোকালয়ে হানা দিত না।

তিনি এও বলেন, বিভাগীয় তরফে রাজ্য সরকারকে জানানো হয়েছে যে যদি হাইলাকান্দিতে ফুড প্ল্যান্টেশনের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে বানরের দল লোকারণ্য এলাকায় হানা দেবে না। এদিকে বিট অফিসার আবুল জনগণকে সচেতন হতে তাদের সাথে মতবিনিময় করেন এবং বানরের সাথে খারাপ আচরণ করতে বারণ করেন কারণ বানরকে রাগান্বিত করলে তারা দল বেঁধে আক্রমণ ও করতে পারে।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…