
বরাকবাণী প্রতিবেদন হাইলাকান্দি, ২৯ মেঃ হাইলাকান্দি জেলার বেশ কয়েকটি গ্রামে বহুদিন ধরে বানরের উপদ্রবে নাজেহাল হয়ে পড়েছেন গ্রামবাসীরা। এছাড়াও শহরে অন্তর্গত লালা সার্কেলের অধীনে থাকা মনাছড়া লক্ষিনগর এলাকার মানুষের রাতের ঘুম ছিনিয়ে নিয়েছে বানরেরা। গ্রামবাসীদের অভিযোগ হাজার হাজার বানর দাপিয়ে বেড়াচ্ছে গ্রামে গ্রামে।
এর পরিপ্রেক্ষিতে কয়েকদিন থেকে জেলা বন আধিকারিক অখিল দত্তের নেতৃত্বে হাইলাকান্দি জেলার বিভিন্ন অঞ্চলে বানরের উপদ্রব ঠেকাতে তৎপর হয়েছে বন বিভাগ। সেই হিসেবে বিভাগীয় তরফে এক প্রতিনিধি দল জেলার বিভিন্ন স্থানে গিয়ে খোঁজখবর নিয়ে খাদ্যাভাবে ক্ষুধার্ত লোকালয়ে হানা দেওয়া বানরের মধ্যে খাদ্য প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন বিভাগীয় সদর বিট অফিসার আবুল হাসান মজুমদার, পরিষ্মিতা মোহন, রশ্মিতা বরুয়া, মানস দেব, কালাম মজুমদার সহ বন বিভাগের অন্যান্য কর্মীরা।
এদিকে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সদর বিট অফিসার আবুল হাসান মজুমদার জানিয়েছেন বানরের আতঙ্কে থাকা বিভিন্ন এলাকার মানুষের অভিযোগ শুনে মতবিনিময় করেন এবং তাদেরকে অধিক সচেতন হতে আহ্বান জানিয়েছেন।
তিনি আরও জানান তারা জেলার মনাছড়া, আনিপুর বাজার এলাকা সহ বিভিন্ন বাগান এলাকায় গিয়ে ক্ষুধার্ত লোকালয়ে হানা দেওয়া বানরের মধ্যে খাদ্য প্রদান করেন। পাশাপাশি আবুল হাসান জানান যদি ফুড প্ল্যান্টেশন থাকতো তাহলে বানর লোকালয়ে হানা দিত না।
তিনি এও বলেন, বিভাগীয় তরফে রাজ্য সরকারকে জানানো হয়েছে যে যদি হাইলাকান্দিতে ফুড প্ল্যান্টেশনের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে বানরের দল লোকারণ্য এলাকায় হানা দেবে না। এদিকে বিট অফিসার আবুল জনগণকে সচেতন হতে তাদের সাথে মতবিনিময় করেন এবং বানরের সাথে খারাপ আচরণ করতে বারণ করেন কারণ বানরকে রাগান্বিত করলে তারা দল বেঁধে আক্রমণ ও করতে পারে।