
বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ বরাক উপত্যকায় দীর্ঘদিন ধরে চলা রাজ্য সরকারের “বঞ্চনা বনাম বরাদ্দ” বিতর্কে এক টুকরো আশার আলো দেখাল স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরাসরি হস্তক্ষেপে স্বাস্থ্য বিভাগের তৃতীয় শ্রেণির সহায়ক পদে নিযুক্ত হলেন বরাক উপত্যকার মোট ২৫ জন শিক্ষিত বেকার যুবক-যুবতী। রাজ্য প্রশাসনের বিভিন্ন বিভাগে উপত্যকার চাকরিপ্রার্থীরা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, এই অভিযোগ আজ নতুন নয়।
অথচ এই প্রেক্ষাপটেই স্বাস্থ্য দফতরের এই সাম্প্রতিক পদক্ষেপ প্রশংসনীয় বলে মনে করছেন বরাকবাসী। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর দফতর থেকে অনুমোদনের পর স্বাস্থ্য দফতরের সঞ্চালক কার্যালয় আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার এই নিয়োগ তালিকা প্রকাশ করে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই তালিকায় স্বাক্ষর করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
জানা গেছে, স্বাস্থ্য বিভাগের অধীনে বরাক উপত্যকার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীরা হলেন, কাছাড় জেলা থেকে পিংকি দাস, রুহি পাল, মেহমুদ হোসেন লস্কর, সম্রাট ঘোষ, বিনয় দাস, আব্দুল বাসিত লস্কর ও নুরুল হক লস্কর। করিমগঞ্জ জেলা থেকে হিতেশ পাল, কিশোর নাথ, সঈদ জামু মহম্মদ, আব্বাস উদ্দিন চৌধুরী।
হাইলাকান্দি জেলা থেকে হাসিনা বেগম চৌধুরী, আব্দুল মুকিত লস্কর, সাইদুর রহমান বড়ভূঁইয়া, সুলতানা আরমিন জামান মজুমদার, জান্নাত আরা মজুমদার, রিশা পাল, আব্দুল কায়ূম লস্কর, নাসিমা আখতার চৌধুরী, সাহরুল হক লস্কর, সামিনা পারভীন লস্কর, ফারুক উদ্দিন লস্কর, বিশাল নাথ, ইয়াসমিন খানম লস্কর ও রুশনারা বেগম মজুমদার। এদের প্রত্যেককেই তৃতীয় শ্রেণির সহায়ক কর্মী হিসাবে নিযুক্ত করা হয়েছে, যারা স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রশাসনিক ও পরিষেবা দায়িত্বে যুক্ত থাকবেন।এই বিষয়ে স্বাস্থ্য সঞ্চালক দফতরের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে।