৫৫ দিনের প্রতীক্ষার অবসান: নব কলেবরে খুলল গ্যামন সেতু, স্বস্তির নিঃশ্বাস বরাকবাসীর

গায়ত্রী মন্ত্র উচ্চারণ, নারিকেল ফাটানো ও লাল ফিতা কেটে শুরু হয় এই বহু প্রতীক্ষিত সেতুর নবযাত্রা। উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক মৃদুল কুমার যাদব, পুলিশ সুপার নোমান মাহাতো, এন এইচ আই টি সি এল-এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরে, এবং শাসক দলের একাধিক জনপ্রতিনিধি ও আধিকারিক। গত ২০ মে জরুরি সংস্কারের জন্য এই সেতু সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সেতুটি বন্ধ হওয়ার পর একরকম অচল হয়ে পড়ে বরাক উপত্যকার সঙ্গে ত্রিপুরা, মিজোরাম ও মনিপুরের সড়ক যোগাযোগ। পণ্য পরিবহণ থেকে রোগী পরিবহন, প্রতিটি ক্ষেত্রে নাভিশ্বাস উঠে গিয়েছিল এই অঞ্চলের মানুষের।

সেতু সংস্কারের দায়িত্বে থাকা এন এইচ আই টি সি এল কর্তৃপক্ষ দিনরাত এক করে কাজ করে নির্ধারিত সময়সীমার আগেই সেতু খুলে দিতে সক্ষম হয়েছে। এদিনের অনুষ্ঠানে এ কথা উল্লেখ করে মন্ত্রী কৌশিক রাই বলেন, এই প্রকল্পে এন এইচ আই টি সি এল এবং কর্মীদের আন্তরিকতা এবং দক্ষতাই প্রমাণ করেছে, সদিচ্ছা থাকলে অসম্ভব কিছুই নয়। সেতু এখন আপাতত হালকা যানবাহনের জন্য খুলে দেওয়া হয়েছে।

আগামী পাঁচদিন এই নিয়ম বহাল থাকবে। এরপর একদিন কয়েক ঘণ্টার জন্য সেতু ফের বন্ধ রেখে যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। যদি সব কিছু সন্তোষজনক হয়, তাহলে ভারী যানবাহনের জন্যও সেতু উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন পূর্ত মন্ত্রী কৃষ্ণনেন্দু পাল। উল্লেখ্য, গ্যামন সেতু কেবল একটি স্থাপত্য নয়, বরাক উপত্যকা তথা উত্তর-পূর্ব ভারতের তিনটি রাজ্যের সঙ্গে সংযোগ রক্ষাকারী এক প্রধান শিরা। পণ্য, পরিষেবা, জরুরি চিকিৎসা এবং যাত্রী চলাচলের ক্ষেত্রে এই সেতুর ওপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষ।

তাই সেতুটি বন্ধ হওয়া মানেই ছিল কার্যত এক সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয়। সেতু পুনরায় চালু হওয়ার খবরে স্থানীয় মানুষজন থেকে শুরু করে দূরদূরান্তের যাত্রী ও চালক সমাজ গভীর স্বস্তি প্রকাশ করেছেন। শিলচরের ব্যবসায়ী মিলন ধর বলেন, এই কয়েক সপ্তাহ ব্যবসার হাল একেবারে খারাপ হয়ে গিয়েছিল।

এখন আবার আশার আলো দেখা যাচ্ছে। ট্রাক চালক সুরেশ দাস জানান, ঘুরপথে চলতে গিয়ে অনেক সময়, তেল ও টাকা নষ্ট হচ্ছিল। এখন আবার সব ঠিকঠাক চলবে। মন্ত্রী কৌশিক রাই ঘোষণা করেন, এই সেতুর পূর্ণাঙ্গ নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের জন্য একটি স্থায়ী মনিটরিং সেল গঠন করা হবে। যাতে ভবিষ্যতে আর কোনও কারণে সেতু বন্ধ করতে না হয়। তিনি আরও জানান, গ্যামন সেতুর বিকল্প সংযোগপথ গড়ে তোলার ভাবনা ইতিমধ্যেই রাজ্য সরকারের পর্যায়ে চলছে।

Related Posts

আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি  শ্রীভূমি ২৬ জুলাই: শহর শ্রীভূমির  পানীয়জলের সমস্যা দূর করতে এবার নতুন জল প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান লঙ্গাই প্ল্যান্টের পাশেই…