
হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি শ্রীভূমি ১৮ মে: করিমগঞ্জ জেলা কংগ্রেসের আয়োজিত নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলাপরিষদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা দেখা যায় শণিবার। মঞ্চে আসন না পেয়ে এদিন সভাস্থল ত্যাগ করেন যুব কংগ্রেস,ইয়ং ব্রিগেড সেবাদল এবং এনএসইউআই কর্মকর্তারা।অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকায়স্থও। পরে জেলা কংগ্রেস উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ এবং সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল হেকিম চৌধুরী এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
শহরের এক অভিজাত হোটেলে শণিবার জেলা কংগ্রেসের উদ্যোগে নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত ও জেলাপরিষদ সদস্যদের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর পৌরহিত্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রাক্তন জেলা সভাপতি সতু রায়,প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনূর রশিদ চৌধুরী, প্রশাসনিক সাধারণ সম্পাদক সুব্রত দেব মঞ্চে আসন গ্রহণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় থাকা জেলা কংগ্রেস উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ একে একে পদাধিকারীদের নির্ধারিত মঞ্চে আমন্ত্রণ জানান।অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকেও মঞ্চে বসার আমন্ত্রণ না পেয়ে রীতিমতো অপমানিত বোধ করে সভাস্থল ত্যাগ করেন শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপসকান্তি পুরকায়স্থ।অন্যদিকে ক্ষোভে ফেটে পড়ে সংবর্ধনা স্থল ত্যাগ করেন প্রদেশ কংগ্রেস সদস্য তথা জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক আহমেদ সাহিল,যুব কংগ্রেস সভাপতি নিজাম উদ্দিন,সেবাদলের সভাপতি সন্দীপ নন্দী, যুব কংগ্রেস কার্যকরী সভাপতি আশরাফূন নূর চৌধুরী, রাজন চৌধুরী সহ অন্যরা।
সেবাদলের সভাপতি সন্দীপ নন্দী বলেন পঞ্চায়েত নির্বাচনে যারা বিভিন্ন এলাকায় ছুটে গিয়ে প্রার্থীর হয়ে প্রচার করেছেন,রাতদিন পরিশ্রম করেছেন তাদের রীতিমতো উপেক্ষা করেই সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে।অনেকে আমন্ত্রণটুকু পর্যন্ত পাননি।যুব কংগ্রেস সভাপতি সহ অন্যদের কেন মঞ্চে আসন প্রদান করা হয়নি সে প্রশ্ন তুলে ধরে সন্দীপ নন্দী বলেন জনাকয়েক ব্যক্তি কংগ্রেস দলকে শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন।
ফলে যুব কংগ্রেস,সেবাদল সহ অন্যরা সভাস্থল ত্যাগ করেছেন বলে জানান সন্দীপ নন্দী। এদিকে পরিস্থিতি ক্রমে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে দেখে এগিয়ে আসেন জেলা কংগ্রেস উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ এবং সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল হেকিম চৌধুরী। কোনোক্রমে বিক্ষুব্ধদের বুঝিয়ে পুনরায় সভাস্থলে নিয়ে যান তারা।অবশেষে যুব কংগ্রেস সভাপতি নিজাম উদ্দিন,সেবাদলের সভাপতি সন্দীপ নন্দীকে মঞ্চে আসন প্রদান করা হয় এবং নবনির্বাচিত পাচজন জেলাপরিষদ সদস্যের মধ্যে উপস্থিত চারজনকে ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।