এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শণবিলে বৃহৎ প্রকল্প স্থাপনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভারতের প্রথম অ্যাকোয়া টেক পার্ক উদ্বোধন করা হয় সোনাপুরে। ফিতা কেটে পার্কের উদ্বোধন করেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মা। রাজ‍্যের মীন, পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, মন্ত্রী অতুল বরা, নাবার্ডের সিজিএম লোকেন দাস, কালং কাপিলির পরিচালক জ‍্যোতিষ তালুকদার, এএফডিসি উপসভাপতি নবারুণ মেধী সহ অন‍্যান‍্যদের উপস্থিতিতে মুখ‍্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মা বলেন  ভারতে এই ধরণের প্রথম পার্ক যা মাছ উৎপাদনকে ব্যাপকভাবে বৃদ্ধি করবে এবং অসমের যুবকদের জন্য প্রচুর আয়ের সুযোগ প্রদান করবে।

তাছাড়াএই বিশেষ পার্কটি অসমের মৎষ‍্য পালনের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা হবে। এই উদ্যোগের মাধ্যমে একুয়াপনিক্স, বায়োফ্লক, আধুনিক মাছের খাদ্য উৎপাদন, অলংকারিক মাছের প্রজনন ইত্যাদির মতো নবীন প্রযুক্তির ব্যবহার প্রদর্শিত হবে। পাশাপাশি মৎষ‍্য চাষীদের আধুনিক প্রযুক্তির জ্ঞান দেওয়া এবং উৎপাদন ও আয় বৃদ্ধিতে এই উদ্যানে সহযোগিতা করা হবে।এই পদক্ষেপের জন্য বিশেষভাবে স্বেচ্ছাসেবী সংগঠন কলং-কপিলী এবং সহযোগী সংস্থাগুলোর প্রতি অভিনন্দন জানান রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মা।

২০১৫ সাল থেকে কেন্দ্রীয় সরকার মৎস্য খাতে ৩৮,৫৭২ কোটি টাকা বিনিয়োগ করেছে, যার ফলে দেশে মাছের উৎপাদন দ্বিগুণ হয়েছে। মৎস্য খাতকে উৎসাহিত করার জন্য সরকার বিভিন্ন প্রকল্পও চালু করেছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পটি ২০২০ সালে গৃহীত হয়েছিল, যাতে মৎস্য খাতকে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করা যায় এবং মৎস্যজীবী, মাছ চাষী এবং অন্যান্য অংশীদারদের আর্থ-সামাজিক কল্যাণ নিশ্চিত করা যায়।

প্রধানমন্ত্রী মৎষ‍্য যোজনা প্রকল্পের অধীনে শ্রীভূমি জেলার শণবিলের জন‍্য একশো কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মা। একইসঙ্গে রাজ‍্যের মীন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং মন্ত্রী অতুল বরাকে আত্মনির্ভর অসমকে এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

কৃষিক্ষেত্রে অসম ২০২৪-২৫ সালে প্রায় ৭ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করে ধান সংগ্রহে একটি নতুন রেকর্ড স্থাপন করেছে। অসমের মাজুলি জেলার কৃষকরা মধ্যপ্রাচ্য এবং ইইউ বাজারে ২৬৭ মেট্রিক টন লাল চাল রপ্তানি করেছেন। অসমের নদী দ্বীপ জেলা মাজুলি, তার দেশীয় জৈব লাল বাও ধান বিশ্ব বাজারে আত্মপ্রকাশের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত করেছে বলেও জানান মুখ‍্যমন্ত্রী।

অন‍্যদিকে রাজ‍্যের মীন, পশুপালন ও পশুচিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন ভারতবর্ষের প্রথম জল প্রযুক্তি উদ্যানের উদ্বোধন রাজ‍্যের ইতিহাসে নতুন দিগন্তের সূচনা করেছে। নাবার্ড, আইসিএআর-সিআইএফএ, সেলকো ফাউন্ডেশন এবং আসাম সরকারের মৎস্য বিভাগ দ্বারা সমর্থিত এই অ্যাকোয়া টেক পার্কটি টেকসইতার সাথে মিশে থাকা উদ্ভাবনের এক উজ্জ্বল উদাহরণ, যা আত্মনির্ভর অসমের জন্য প্রকৃত প্রতিফলন। শণবিলে মৎষ‍্য প্রকল্পের জন‍্য একশো কোটি টাকার প্রকল্প ঘোষণা করে ড.হিমন্ত বিশ্ব শর্মা বুঝিয়ে দিয়েছেন তিনি রাজ‍্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ‍্যমন্ত্রী বলে মন্তব্য করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।

Related Posts

আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি  শ্রীভূমি ২৬ জুলাই: শহর শ্রীভূমির  পানীয়জলের সমস্যা দূর করতে এবার নতুন জল প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান লঙ্গাই প্ল্যান্টের পাশেই…