লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

শুক্রবার এক সাংবাদিক সমনমেলনে বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক জানান রবিবার মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া শ্রীভূমি আসছেন এবং নতুন প্রকল্পের কাজের ভূমিপূজন হবে।বলেন শহরের পানীয়জলের সমস্যা নিরসন ও লঙ্গাই প্ল্যান্টকে সংস্কার এবং নতুন একটি প্ল্যান্ট তৈরির জন্য রাজ‍্যসভার প্রাক্তন সাংসদ বিধায়ক মিশনরঞ্জন দাস থেকে শুরু করে বর্তমান মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ অন‍্যরা  বারবার দিসপুরে তদ্বির  চালান। ২০২২ সালে

শিলচরে অনুষ্ঠিত কেবিনেট বৈঠকের ঠিক আগের দিন ২৮ নভেম্বর রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত  মল্ল বরুয়া করিমগঞ্জ সফরে এসে সরেজমিনে লঙ্গাই প্ল্যান্টের অবস্থা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এমনকী শিলচরে অনুষ্ঠিত কেবিনেট বৈঠকের পর স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্ল্যান্টের নবায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আশ্বাস দেন। শেষপর্যন্ত পুরনো প্ল্যান্ট সংস্কার নয়, নতুন প্ল্যান্ট তৈরির জন্য অর্থ বরাদ্দ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

অন‍্যদিকে রাজ‍্য সভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস বলেন বিধায়ক থাকাকালীন দুবার দুটি প্রকল্প তিনি মঞ্জুর করান। এমনকি লঙ্গাই পাণীয় জল প্রকল্পের সংস্কারের বহুবার অর্থ বরাদ্দ করিয়েছেন বলে জানান তিনি। কিন্তু শতাব্দী প্রাচীন জল প্রকল্পের স্থায়ী সংস্কার যেমন হয়নি তেমনি প্রতিবছর জল কানেকশন বাড়তে থাকায় পাণীয় জলের সমস‍্যা বাড়তে থাকে।

অবশেষে মুখ‍্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের নেতৃত্ব বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তিনি এবং সুব্রত ভট্টাচার্য দিসপুরে তদ্বির চালান। ২০১৮ সালে শহরের পাণীয় জল প্রকল্পের জন‍্য সাড়ে আটকোটি টাকা মঞ্ছুর করা হয়।কিন্তু প্রকল্পের স্থান নির্বাচন নিয়ে সমস‍্যা দেখা দেওয়ায় বর্তমান লঙ্গাই প্ল‍্যান্টের পাশে নতুন প্রকল্প তৈরীর পরিকল্পনা গ্রহণ করা হয়।

অবশেষে ৮১.১৮ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে এবং আগামী ২৭ জুলাই রাজ‍্যের জনস্বাস্থ‍্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া এসে নতুন প্রকল্পের কাজের ভূমিপূজন করবেন বলে জানান মিশন রঞ্জন দাস। মোট ১৪ হাজার ৭১৫ টি ঘরে নতুনভাবে পাণীয় জলের কানেনশন দেওয়া হবে বলে জানান তিনি। পাচটি জোন করে শহরের ২৭ টি ওয়ার্ডে জল সরবরাহ করা হবে নতুন প্রকল্প থেকে এবং পাণীয় জলের সমস‍্যার স্থায়ী সমাধান হবে বলে জানান রাজ‍্য সভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস।

অন‍্যদিকে জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন বরাক উপত‍্যকার মধ‍্যে শ্রীভূমি জেলায় অত‍্যাধুনিক জল প্রকল্পের যাত্রারম্ভ হচ্ছে শীঘ্রই। এই পাণীয় জল প্রকল্পের শিলান‍্যাসের পর যুদ্ধকালীন তৎপরতায় কাজ হবে বলে স্বয়ং বিভাগীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে জানান সুব্রত ভট্টাচার্য।বলেন প্রকল্পের বাস্তবায়নের রাজ‍্যের মীন পশুপালন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং বরাক উপত‍্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রাই বিগতদিনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন বলে জানান সুব্রত ভট্টাচার্য। এদিনের সাংবাদিক সম্মেলনে পুরপতি রবীন্দ্র চন্দ্র দেব, জেলাপরিষদ সদস‍্যা অর্চনা মালাকার, বীরেন দাস, পাপ্পু কুরি সহ অন‍্যরা উপস্থিত ছিলেন।

Related Posts

আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

জলনিকাশির অজুহাতে ঘরছাড়া! প্রশ্নের মুখে পুরসভার ‘আচমকা’ উচ্ছেদ অভিযান, বুলডোজারের নিচে স্বপ্নচূর্ণ

বরাকবাণী প্রতিবেদন শ্রীভুমি, ২৬ জুলাইঃ শহরের বুকে ফের চললো বুলডোজারের গর্জন। প্রশাসনের নির্দেশে আজ সকালে ব্রজেন্দ্র রোডে ঝড়ের গতিতে শুরু হলো উচ্ছেদ অভিযান। পুরসভার কার্যনির্বাহী আধিকারিক প্রীতম শর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী…