দিনদুপুরে চোরের দাপট শিলচরের জিলানি লেনে, লাগাতার চুরিতে আতঙ্কে এলাকাবাসী, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

বৃহস্পতিবার ঘটনার সময় বাড়ির মালিক আব্দুল হান্নান চৌধুরী এবং আহাদ হোসেন লস্কর কাজে বাইরে ছিলেন। সেই সুযোগে পরিকল্পিতভাবে চোরের দল তাদের বাড়িতে ঢুকে নির্বিঘ্নে চালায় তাণ্ডব। আরও বিস্ময়ের বিষয়, মাত্র চারদিন আগেও এই একই লেনে চুরির ঘটনা ঘটেছিল। কিন্তু পুলিশ আজও সেই ঘটনার কিনারা করতে পারেনি, কেউ গ্রেপ্তার হয়নি। ফলে এলাকাবাসীদের অভিযোগ, পুলিশের টহল ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতাই চোরদের আরও সাহসী করে তুলেছে।

স্থানীয়রা আশঙ্কা করছেন, এই চুরিগুলি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং কোনও সুসংগঠিত চোরচক্র এই অঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে। তাঁদের বক্তব্য, একটা নয়, দুইটা নয়—একই রাস্তায় বারবার চুরি হচ্ছে অথচ পুলিশ শুধু আসে, দেখে, যায়। কোনও দৃশ্যমান ফল নেই। চুরির ঘটনার পরে বাড়ির মালিকেরা রাঙ্গির খাড়ী আউট পোস্টে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শুরু করলেও, সেই তদন্ত কতদূর এগিয়েছে, তা নিয়ে ধোঁয়াশা। পুলিশের দাবি, আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত না কোনও সন্দেহভাজন আটক হয়েছে, না উদ্ধার হয়েছে লুট হওয়া সামগ্রী।

এলাকাবাসীদের প্রশ্ন—তাহলে পুলিশের এত বাহিনী, এত প্রযুক্তি কোথায় কাজে লাগছে? শহরের গুরুত্বপূর্ণ এলাকায় দিনের আলোয় এমন বারবার চুরির ঘটনা নিঃসন্দেহে প্রশাসনিক ব্যর্থতার নজির। যেখানে নাগরিকেরা তাদের ঘরে নিরাপদ বোধ করতে পারছেন না, সেখানে স্মার্ট সিটি বা নতুন শিলচর গড়ার স্বপ্ন যে কেবল একটি প্রহসন তা আরও একবার প্রমাণ হল। স্থানীয়দের বক্তব্য, এই অঞ্চলে রাত্রিকালীন টহল প্রায় নেই বললেই চলে।

দিনের বেলাও কোনও পুলিশি নজরদারি চোখে পড়ে না। চুরি হলে পরে পুলিশ আসে, কিন্তু চুরি যেন রুখতেই চায় না, এভাবেই ক্ষোভ উগরে দিচ্ছেন এক প্রবীণ বাসিন্দা। দিনের পর দিন চুরির ঘটনায় আতঙ্কগ্রস্ত সাধারণ মানুষ। প্রশাসনের প্রতিক্রিয়া শুধু আশ্বাসে সীমাবদ্ধ থাকলে অপরাধীরা আরও বেপরোয়া হবে, আর শহরবাসীর নিরাপত্তা পড়বে চরম হুমকির মুখে। এখন সময় এসেছে পুলিশের কাজের খতিয়ান খতিয়ে দেখার, কেবল ঘটনা তদন্তাধীন বললে দায় এড়ানো যাবে না।

Related Posts

আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি  শ্রীভূমি ২৬ জুলাই: শহর শ্রীভূমির  পানীয়জলের সমস্যা দূর করতে এবার নতুন জল প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান লঙ্গাই প্ল্যান্টের পাশেই…