
বরাকবাণী প্রতিবেদন শিলচর, ১৬ মে: সদ্য সমাপ্ত জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদ নির্বাচনে বিজয়ী এবং অংশগ্রহণকারী প্রার্থীদের সংবর্ধনা প্রদান করল কাছাড় জেলা বিজেপি। শিলচরের বিজেপি জেলা কার্যালয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
শুধু বিজয়ীদেরই নয়, যারা এবারে বিজয়ী হতে পারেননি এমন প্রার্থীদেরও সমানভাবে সংবর্ধনা দিয়ে তাদের প্রতিশ্রুতিশীল ভূমিকাকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসামের দুই প্রভাবশালী মন্ত্রী কৌশিক রায় এবং পরিমল শুক্ল বৈদ্য। এছাড়াও উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি সহ দলের বরিষ্ঠ নেতৃত্বরা, বিভিন্ন মন্ডলের কার্যকরী সদস্যবৃন্দ এবং দলের কর্মীবৃন্দ।
বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, বিজয় কেবল শেষ নয়, এটি দায়িত্বের সূচনা। আপনারা যাঁরা জয়ী হয়েছেন, তাঁরা যেন স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে মানুষের পাশে থাকেন এটাই দলের প্রত্যাশা। একই সঙ্গে তিনি দলের হারে যাওয়া প্রার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা যে নিষ্ঠা নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন তা দলের মূল শক্তি। মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য তাঁর ভাষণে বলেন, দল বিশ্বাস করে, মানুষের আস্থা ও ভালোবাসাই রাজনৈতিক সাফল্যের মূল চাবিকাঠি। এই আস্থা বজায় রাখতে হলে কাজের মধ্যে স্বচ্ছতা ও জনসেবা থাকতে হবে।

জেলা বিজেপির কর্মকর্তারা নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, মানুষ আপনাদের বিশ্বাস করে ভোট দিয়েছেন। সেই বিশ্বাস অটুট রাখতে সৎ ও স্বচ্ছ পথে জনগণের জন্য কাজ করতে হবে। এই অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় তাপাং ব্লকের নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য নৃপেন্দ্র দাস এবং কাঁঠাল গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পরিষদ সদস্য রমেন রী-কে।

সংবর্ধনা গ্রহণ করে তাঁরা আবেগাপ্লুত হয়ে জানান, এই সম্মান শুধু ব্যক্তিগত নয়, এটি জনগণের ভালোবাসা ও আশীর্বাদের প্রতিফলন। আমরা কথা দিচ্ছি, আগামী দিনে মানুষের পাশে থেকে স্বচ্ছ ও উন্নয়নমুখী কাজ করব। অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে ঘরোয়া অথচ মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং দলীয় কর্মীদের অভিনন্দন বার্তার মধ্য দিয়ে পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। এই সংবর্ধনা অনুষ্ঠান শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি বার্তা–স্বচ্ছতা, নিষ্ঠা ও উন্নয়নের পথে আগামী দিনের যাত্রা। শেষে, শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।