আসাম মালা প্রকল্পের কাজ ফের বিতর্কের মুখে! বর্ষার শুরুতেই বড়খলায় কৃত্রিম বন্যা, জনজীবন অতিষ্ঠ, জনপ্রতিনিধিরা নির্বিকার

অসম মালা প্রকল্পের আওতায় কোটি কোটি টাকা বরাদ্দ হলেও বাস্তবে কাজের মান ও গতি নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। কোথাও কচ্ছপ গতিতে চলছে নির্মাণ, কোথাও আবার অবৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি হচ্ছে রাস্তাঘাট। আর তারই মাশুল দিচ্ছে সাধারণ মানুষ।

বর্ষা এখনও ঠিকমতো জমেও ওঠেনি, কিন্তু তাতেই কৃত্রিম বন্যার রূপ নিচ্ছে সড়ক লাগোয়া বড়খলার একাধিক এলাকা। কারণ, রাস্তার পাশে জল নিকাশির জন্য কোনও ড্রেনই নির্মাণ করা হয়নি। ফলে বৃষ্টি শুরু হতেই জল জমে গেছে রাস্তা ও আশপাশের এলাকায়। রাস্তার পিচ ঢালাইয়ের কাজ চলছে অথচ পাশেই নেই সঠিক নিকাশির ব্যবস্থা।

এমন চরম অব্যবস্থাপনায় এখন হাঁটু জল ঠেলে পথ চলতে হচ্ছে ছাত্রছাত্রী, যানবাহন চালক, অফিসগামী মানুষসহ এলাকাবাসীকে। প্রশ্ন উঠছে, কেন এই ভুল বারবার? বিগত বছরগুলিতেও দেখা গিয়েছিল এই একই দুর্ভোগ। জনতা বহুবার লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানিয়েছে প্রশাসনের কাছে। আন্দোলন হয়েছে, স্মারকলিপি দেওয়া হয়েছে, অথচ ফলাফল শূন্য। প্রশাসন, জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্ত দপ্তর যেন নির্লিপ্ত।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার ওপর পা রাখলেই উঠে আসছে পিচ। কোথাও কোথাও আবার রাস্তা এতটাই বেহাল যে, তা পথ না হয়ে ক্ষেতের মাঠ বলে মনে হচ্ছে। গবাদি পশু ও মানুষের একপথে চলাচল এখন নিয়মিত দৃশ্য। এমনকি রাস্তায় চলতে গিয়ে বাইক, অটো থেকে পড়ে আহত হচ্ছেন মানুষ। একাংশের প্রশ্ন, উন্নয়নের এই ‘মালা’ কি শুধুই কাগজে-কলমে? সরকারের পক্ষ থেকে কোটি কোটি টাকা খরচ করা হলেও, তার ফলস্বরূপ কীভাবে এমন বেহাল সড়ক হতে পারে?

সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন সাধারণ মানুষ সমস্যায় জর্জরিত, তখন কোথায় বরাকের মন্ত্রী, বিধায়কেরা? কুম্ভনিদ্রায় তলিয়ে রয়েছেন? নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি, যে মানুষের দরজায় দরজায় গিয়ে ভোট প্রার্থনা, তা কি শুধু ক্ষমতার সিঁড়ি চড়ার হাতিয়ার? আজ যখন সেই জনগণ কাদাজলে নাকানিচুবানি খাচ্ছে, তখন তাদের পাশে দাঁড়াবার কেউ নেই! প্রকল্পের কাজের গুণমান নিয়ে ইতিমধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।

একাধিকবার গণমাধ্যমে উঠে এসেছে এই অভিযোগ। অথচ সংশ্লিষ্ট দপ্তর কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেখা যাচ্ছে না কোনও কার্যকরী হস্তক্ষেপ। জনসাধারণের প্রশ্ন একটাই—এই দুর্ভোগ কবে কাটবে? কবে পাকা হবে পরিকল্পনা, গতি পাবে নির্মাণ, আর বেহাল রাস্তার বদলে মিলবে নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা? এই প্রশ্নের জবাব জনগণ এখনই চায়। কারণ কাদা-জল মেখে আর কতদিন হাঁটবে বরাকের মানুষ?

Related Posts

শাসক দলের চাঁদাবাজ কয়লা, সুপারি চুন পাথর, সহ বিভিন্ন সিন্ডিকেটের রাজত্বে বরাক অশান্তির পথে: গৌরব গগৈর গুরুতর অভিযোগ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৬ জুন: আসামের বন্যা বিধ্বস্ত বরাক উপত্যকা পরিণত হয়েছে রাজনৈতিক টানাপোড়েন, সিন্ডিকেটের দৌরাত্ম্য আর সরকারি ব্যর্থতার এক জ্বলন্ত নিদর্শনে। সফরের দ্বিতীয় দিনে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা…

ঈদের প্রাক্কালে অবৈধ গরুর বাজারের বিরুদ্ধে গর্জে উঠলো বিশ্ব হিন্দু পরিষদ গো-রক্ষা বিভাগ

বরাকবাণী প্রতিবেদন,পাথারকান্দি,৬ জুন:  ঈদের প্রাক্কালে শ্রীভূমি জেলায় অবৈধ গরুর বাজার বন্ধের দাবিতে শ্রীভূমি জেলা আয়ুক্তের মারফৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ তথা রাজ্যের মীন,পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী  কৃষ্ণেন্দু পালের হাতে…