বরাক উপত্যকায় ফার্মাসিস্ট মুখোশে ভুয়ো চিকিৎসকের রমরমা! স্বাস্থ্য বিভাগের ছত্রছায়ায় বেআইনি চেম্বার ও গর্ভপাতের কারবার

তবে বাস্তব চিত্র ভিন্ন। কাছাড় জেলার একাধিক সরকারি সাব সেন্টারে কর্মরত ফার্মাসিস্টদের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ তারা সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি বেআইনি ভাবে গড়ে তুলেছে ব্যক্তিগত চেম্বার, খুলে বসেছে ঘরোয়া নার্সিং হোম, চালাচ্ছে গর্ভপাত, অবৈধ এবরশন, এমনকি গোপনে অসামাজিক চিকিৎসা কার্যক্রমও।

বিশেষ করে হুসেইন পদবীধারী এক ফার্মাসিস্টের বিরুদ্ধে সম্প্রতি উঠে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ সরকারি ডিউটির বাইরে নিজের ব্যক্তিগত চেম্বারে গর্ভপাত করানোর মতো মারাত্মক বেআইনি কাজে জড়িয়ে পড়েছেন তিনি। ভুক্তভোগী এক মহিলার অভিজ্ঞতা ও শারীরিক ভোগান্তির করুণ বিবরণ রয়েছে বরাকবাণী সংবাদের হাতে, যা খুব শীঘ্রই জনসমক্ষে প্রকাশিত হবে।

বলে রাখা জরুরি, এরা সরকারের কাছ থেকে মাসমাইনে নিচ্ছেন, পরিচয়ে স্বাস্থ্য বিভাগের কর্মচারী, অথচ বাস্তবে গড়ে তুলেছেন ব্যক্তিগত অপারেশন থিয়েটার, না আছে যথাযথ চিকিৎসা সরঞ্জাম, না আছে আইনি ছাড়পত্র। শুধু নেই একটাই জিনিস ন্যূনতম মানবিকতা! জীবন নিয়ে এমন ছেলেখেলা নিঃসন্দেহে অপরাধ, তা যতই লোকের উপকার নামক বাহানায় ঢাকা দেওয়া হোক না কেন।

এই সমস্ত বেআইনি কর্মকাণ্ড চলতে পারছে বছরের পর বছর তাও সরকারি কর্মচারীদের দ্বারা তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক, কাদের আশীর্বাদে সম্ভব হচ্ছে এমন অপকর্ম? কেন নেই নজরদারি? কাদের মদতেই ফুলে ফেঁপে উঠছে এমন মাফিয়া চিকিৎসক চক্র?

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় প্রতিটি ব্লকে এমন একাধিক নাম রয়েছে, যারা অফিস আওয়ারে সরকারি হাসপাতাল বা সাব সেন্টারে চাকরি করলেও বিকেল হলেই ধুয়ে মুছে নিজের চেম্বারে চিকিৎসক সেজে বসেন। আছে অবৈধভাবে গড়ে তোলা নার্সিং হোম, নেই কোনো লাইসেন্স, নেই প্রাথমিক চিকিৎসা ব্যবস্থার ন্যূনতম মানদণ্ড। বরাকবাণী সংবাদে খুব শীঘ্রই এদের নাম, পরিচয়, পদবী, সরকারি কর্মস্থল, এবং বেআইনি চিকিৎসা পদ্ধতির যাবতীয় তথ্যপ্রমাণ জনসমক্ষে প্রকাশ করা হবে।

বরাক উপত্যকার মানুষ জানতে পারবেন, কার হাতে তাঁরা নিজেদের জীবন তুলে দিচ্ছেন! জনগণের জানার অধিকার এবং সমাজের স্বাস্থ্যবিধিকে রক্ষা করাই আমাদের লক্ষ্য। অবৈধ গর্ভপাতের ভয়ঙ্কর ঝুঁকি এবং রোগীর জীবনের সাথে ছিনিমিনি খেলা আর বরদাস্ত করা যায় না। প্রশাসনকে অনতিবিলম্বে এই সমস্ত বেআইনি কার্যকলাপে যুক্ত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে

বরাকবাণী। ফার্মাসিস্ট যদি হয়ে যায় সার্জন, নার্সিং হোম যদি চলে রান্নাঘরের পাশে, আর গর্ভপাত হয় হাটে-বাজারে চেম্বারে তাহলে এর চেয়ে লজ্জার আর কী হতে পারে একটা সভ্য সমাজে? এখনই সময়, মুখোশ খুলে দেওয়ার। জনগণকে সত্য জানানো, এবং কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার। না হলে এই অবহেলা একদিন পরিণত হবে মৃত্যুর মিছিলে।

Related Posts

শাসক দলের চাঁদাবাজ কয়লা, সুপারি চুন পাথর, সহ বিভিন্ন সিন্ডিকেটের রাজত্বে বরাক অশান্তির পথে: গৌরব গগৈর গুরুতর অভিযোগ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৬ জুন: আসামের বন্যা বিধ্বস্ত বরাক উপত্যকা পরিণত হয়েছে রাজনৈতিক টানাপোড়েন, সিন্ডিকেটের দৌরাত্ম্য আর সরকারি ব্যর্থতার এক জ্বলন্ত নিদর্শনে। সফরের দ্বিতীয় দিনে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা…

ঈদের প্রাক্কালে অবৈধ গরুর বাজারের বিরুদ্ধে গর্জে উঠলো বিশ্ব হিন্দু পরিষদ গো-রক্ষা বিভাগ

বরাকবাণী প্রতিবেদন,পাথারকান্দি,৬ জুন:  ঈদের প্রাক্কালে শ্রীভূমি জেলায় অবৈধ গরুর বাজার বন্ধের দাবিতে শ্রীভূমি জেলা আয়ুক্তের মারফৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ তথা রাজ্যের মীন,পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী  কৃষ্ণেন্দু পালের হাতে…