
বরাকবাণী প্রতিবেদন হাইলাকান্দি ১৬মেঃ হাইলাকান্দি শহরের ৪নং ওয়ার্ডের ঋষি অরবিন্দ লেনের রাস্তার কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে বলে আজ সাংবাদিক সম্মেলন করে এমন অভিযোগ করতে দেখা গেল স্থানীয়দের। ওদের অভিযোগ যে বিগত ১৫ বছর ধরে ওরা রাস্তার জন্য অনেক কষ্ট করে আসছিলেন।
কিছুদিন পূর্বে ওরা জানতে পারেন যে ঋষি অরবিন্দ লেনের উন্নয়নের জন্য ১৫তম অর্থ কমিশনের অধীনে মোট ২৪,৩৭,০০০ টাকা দুইটি পর্যায়ে বরাদ্দ হয়। প্রথম পর্যায়ে ১১৫ মিটার ড্রেনের কাজের জন্য ১৩,৩,৪০০ টাকা ও দ্বিতীয় পর্যায়ে ১০০মিটার ড্রেনের কাজের জন্য ১১,৩৩,৬০০ টাকা।কিন্ত দুঃখের বিষয় যে ওদের এতদিনের দুঃখের কোনো সুরাহা হলো না।
ওরা আরও অভিযোগ করে বলেন যে রাস্তার কাজে ব্যবহৃত সকল উপকরণ অত্যন্ত নিম্নমানের লাগানো হচ্ছে। স্থানীয়দের পক্ষ থেকে বিভাগীয় আধিকারিকদের সাথে সাথে কর্তব্যরত ঠিকাদারকে বার বার ওরা কাজের মানদণ্ড সঠিকভাবে করার আহ্বান জানিয়েছিলেন।
কিন্ত ওদের করা অভিযোগ কেহ শুনতে রাজি হননি। উপস্থিত সবাই বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্ৰী সদাই বলে থাকেন যে দুর্নীতির ক্ষেত্রে ওনার সরকার কোনো ধরনের আপস করবে না। তাহলে কী করে এই দুর্নীতি সংঘটিত করছেন বিভাগীয় আধিকারিকদের সাথে সাথে কর্তব্যরত ঠিকাদার।
ওনারা সবাই বলেন যে রাস্তার কাজের মানদণ্ড সঠিক করে করা না হয় তাহলে ওরা আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অনিমেষ আচার্যী, ভানু পাল, রঞ্জন দেব, দেবজিত পাল, অপু পাল, নলিনী দও প্রমুখরা।