অপারেশন সিঁদুরের সাফল্যে শিলচরে তৃণমূল কংগ্রেসের তিরঙ্গা যাত্রা, নেতৃত্বে সুস্মিতা দেব

যাত্রাটি শহরের বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে ফের তৃণমূল কংগ্রেস কার্য্যালয়ের সামনে এসে শেষ হয়। যাত্রা চলাকালীন দেশপ্রেমে উদ্দীপ্ত স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। ভারত মাতা কি জয়, ‘জয় হিন্দ, অপারেশন সিঁদুর জিন্দাবাদ ধ্বনিতে যেন শিলচরের বাতাস ভরে ওঠে।

এই যাত্রার মূল উদ্দেশ্য ছিল ভারতীয় সেনার সাহসিকতা ও অপারেশন সিঁদুরের মাধ্যমে দেশের গর্ব বৃদ্ধির প্রতি শ্রদ্ধা নিবেদন করা। সুস্মিতা দেব নিজেই হাতে তিরঙ্গা নিয়ে যাত্রার সামনের সারিতে ছিলেন। পথচলতি সাধারণ মানুষের মধ্যেও এই যাত্রা নিয়ে উৎসাহ দেখা যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুস্মিতা দেব বলেন, অপারেশন সিঁদুর আমাদের সেনাবাহিনীর এক অনন্য কীর্তি।

আমরা এই সফলতার মাধ্যমে দেশের আত্মবিশ্বাস আরও একধাপ বাড়লো। আজকের এই যাত্রা শুধুমাত্র উদযাপন নয়, এক ঐক্যের বার্তা। এদিনের তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, যুব সংগঠনের সদস্যরাও। দলীয় পতাকার পাশাপাশি সর্বত্র তিরঙ্গার ছোঁয়া শহরবাসীর মন ছুঁয়ে যায়। এই আয়োজনে নিরাপত্তারক্ষীরাও ছিলেন সক্রিয়। গোটা যাত্রাপথে ছিল শৃঙ্খলার নজরদারি।

শহরের বিভিন্ন প্রান্তে জমে উঠেছিল ভিড়, উৎসুক মানুষেরা রাস্তার ধারে দাঁড়িয়ে যাত্রাটিকে অভিনন্দন জানান। এ এক অনন্য দিন, যেখানে রাজনীতি ও দেশপ্রেম একসূত্রে গাঁথা হয়ে ধরা দিল শিলচরের রাস্তায়। তৃণমূল কংগ্রেসের এই পদক্ষেপ নিঃসন্দেহে জনমনে এক ইতিবাচক প্রভাব ফেলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Posts

আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি  শ্রীভূমি ২৬ জুলাই: শহর শ্রীভূমির  পানীয়জলের সমস্যা দূর করতে এবার নতুন জল প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান লঙ্গাই প্ল্যান্টের পাশেই…