অপারেশন সিঁদুরের সাফল্যে শিলচরে তৃণমূল কংগ্রেসের তিরঙ্গা যাত্রা, নেতৃত্বে সুস্মিতা দেব

যাত্রাটি শহরের বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে ফের তৃণমূল কংগ্রেস কার্য্যালয়ের সামনে এসে শেষ হয়। যাত্রা চলাকালীন দেশপ্রেমে উদ্দীপ্ত স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। ভারত মাতা কি জয়, ‘জয় হিন্দ, অপারেশন সিঁদুর জিন্দাবাদ ধ্বনিতে যেন শিলচরের বাতাস ভরে ওঠে।

এই যাত্রার মূল উদ্দেশ্য ছিল ভারতীয় সেনার সাহসিকতা ও অপারেশন সিঁদুরের মাধ্যমে দেশের গর্ব বৃদ্ধির প্রতি শ্রদ্ধা নিবেদন করা। সুস্মিতা দেব নিজেই হাতে তিরঙ্গা নিয়ে যাত্রার সামনের সারিতে ছিলেন। পথচলতি সাধারণ মানুষের মধ্যেও এই যাত্রা নিয়ে উৎসাহ দেখা যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুস্মিতা দেব বলেন, অপারেশন সিঁদুর আমাদের সেনাবাহিনীর এক অনন্য কীর্তি।

আমরা এই সফলতার মাধ্যমে দেশের আত্মবিশ্বাস আরও একধাপ বাড়লো। আজকের এই যাত্রা শুধুমাত্র উদযাপন নয়, এক ঐক্যের বার্তা। এদিনের তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, যুব সংগঠনের সদস্যরাও। দলীয় পতাকার পাশাপাশি সর্বত্র তিরঙ্গার ছোঁয়া শহরবাসীর মন ছুঁয়ে যায়। এই আয়োজনে নিরাপত্তারক্ষীরাও ছিলেন সক্রিয়। গোটা যাত্রাপথে ছিল শৃঙ্খলার নজরদারি।

শহরের বিভিন্ন প্রান্তে জমে উঠেছিল ভিড়, উৎসুক মানুষেরা রাস্তার ধারে দাঁড়িয়ে যাত্রাটিকে অভিনন্দন জানান। এ এক অনন্য দিন, যেখানে রাজনীতি ও দেশপ্রেম একসূত্রে গাঁথা হয়ে ধরা দিল শিলচরের রাস্তায়। তৃণমূল কংগ্রেসের এই পদক্ষেপ নিঃসন্দেহে জনমনে এক ইতিবাচক প্রভাব ফেলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Posts

এনএইচএম কর্মীদের কর্মবিরতিতে অচল স্বাস্থ্য পরিষেবা

বরাকবাণী প্রতিবেদন, কচুদরম ২রা নভেম্বরঃ বরাক উপত্যকা সহ গোটা অসমে দিনকে দিন তীব্রতর হচ্ছে এনএইচএম (ন্যাশনাল হেলথ মিশন) কর্মীদের আন্দোলন ও কর্মবিরতি। রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। হাসপাতাল…

দক্ষিণ করিমগঞ্জে জোয়ার-ভাটার রাজনীতি, ইকবাল বনাম হাফিজ রশিদে সম্ভাব্য হাইভোল্টেজ লড়াই !

মইনুল হক বরাকবাণী প্রতিনিধি শ্রীভুমি, ২রা নভেম্বরঃ আসন্ন ২৬-শের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রীভুমি জেলায় রাজনীতির উত্তাপ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। নদী-সাগরের মতো রাজনীতিতেও আছে জোয়ার-ভাটা, কখনও উত্থান, কখনও পতন। কিন্তু পার্থক্য…