
বরাকবাণী প্রতিবেদন শিলচর,১৮ মেঃ অপারেশন সিঁদুরের ঐতিহাসিক সাফল্য উদযাপন করতে শিলচরে এক বিশাল তিরঙ্গা যাত্রার আয়োজন করল তৃণমূল কংগ্রেস। শনিবার দুপুরে শিলচরের তৃণমূল কংগ্রেস কার্য্যালয় থেকে শুরু হয় এই বর্ণাঢ্য যাত্রা। নেতৃত্বে ছিলেন রাজ্যসভার সাংসদ ও তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। বহু দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ হাতে জাতীয় পতাকা নিয়ে এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন।
যাত্রাটি শহরের বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে ফের তৃণমূল কংগ্রেস কার্য্যালয়ের সামনে এসে শেষ হয়। যাত্রা চলাকালীন দেশপ্রেমে উদ্দীপ্ত স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। ভারত মাতা কি জয়, ‘জয় হিন্দ, অপারেশন সিঁদুর জিন্দাবাদ ধ্বনিতে যেন শিলচরের বাতাস ভরে ওঠে।
এই যাত্রার মূল উদ্দেশ্য ছিল ভারতীয় সেনার সাহসিকতা ও অপারেশন সিঁদুরের মাধ্যমে দেশের গর্ব বৃদ্ধির প্রতি শ্রদ্ধা নিবেদন করা। সুস্মিতা দেব নিজেই হাতে তিরঙ্গা নিয়ে যাত্রার সামনের সারিতে ছিলেন। পথচলতি সাধারণ মানুষের মধ্যেও এই যাত্রা নিয়ে উৎসাহ দেখা যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুস্মিতা দেব বলেন, অপারেশন সিঁদুর আমাদের সেনাবাহিনীর এক অনন্য কীর্তি।
আমরা এই সফলতার মাধ্যমে দেশের আত্মবিশ্বাস আরও একধাপ বাড়লো। আজকের এই যাত্রা শুধুমাত্র উদযাপন নয়, এক ঐক্যের বার্তা। এদিনের তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, যুব সংগঠনের সদস্যরাও। দলীয় পতাকার পাশাপাশি সর্বত্র তিরঙ্গার ছোঁয়া শহরবাসীর মন ছুঁয়ে যায়। এই আয়োজনে নিরাপত্তারক্ষীরাও ছিলেন সক্রিয়। গোটা যাত্রাপথে ছিল শৃঙ্খলার নজরদারি।
শহরের বিভিন্ন প্রান্তে জমে উঠেছিল ভিড়, উৎসুক মানুষেরা রাস্তার ধারে দাঁড়িয়ে যাত্রাটিকে অভিনন্দন জানান। এ এক অনন্য দিন, যেখানে রাজনীতি ও দেশপ্রেম একসূত্রে গাঁথা হয়ে ধরা দিল শিলচরের রাস্তায়। তৃণমূল কংগ্রেসের এই পদক্ষেপ নিঃসন্দেহে জনমনে এক ইতিবাচক প্রভাব ফেলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।