বেপরোয়া অটোর ধাক্কায় শিশুকন্যা গুরুতর আহত, আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটে পুনম তার মায়ের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল। কল্যাণপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় হঠাৎ বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি অটোরিকশা পুনমকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ছোট্ট পুনম। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে যায় উপস্থিত সবাই।

স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যান পালংঘাট হাসপাতালে। সেখানে চিকিৎসকরা পুনমের শারীরিক অবস্থা গুরুতর দেখে সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। স্বজনরা দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে মেডিকেলে নিয়ে যান, বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন রয়েছে। ডাক্তারদের ভাষ্যমতে, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শিশুটির পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা পরিবেশ।

এদিকে দুর্ঘটনায় ব্যবহৃত অটোরিকশাটি পালিয়ে যায় বলে জানা গেছে। এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান, এই সড়কে বেপরোয়া গতির অটোর চলাচল এখন নিয়মে পরিণত হয়েছে। বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, অটোর চালকরা কোনোরকম ট্রাফিক নিয়ম মানে না, যাত্রী ভরতি অবস্থায়ও তারা বেপরোয়া গতিতে যান চালিয়ে চলেছেন।

একজন স্থানীয় প্রবীণ বাসিন্দা বলেন, যদি প্রশাসন আগেভাগে কঠোর পদক্ষেপ নিত, তাহলে আজ পুনমের মতো নিষ্পাপ শিশু এমন অবস্থায় পড়তো না। এখন প্রশ্ন উঠেছে, এসব বেপরোয়া চালকদের লাগাম টানবে কে? শিশু পুনমের জীবন ঝুঁকিতে থাকা অবস্থায় পুরো এলাকাবাসী আজ একটাই প্রশ্ন করছে—এই অমানবিক বেপরোয়া চালকদের দায় কে নেবে?

Related Posts

শাসক দলের চাঁদাবাজ কয়লা, সুপারি চুন পাথর, সহ বিভিন্ন সিন্ডিকেটের রাজত্বে বরাক অশান্তির পথে: গৌরব গগৈর গুরুতর অভিযোগ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৬ জুন: আসামের বন্যা বিধ্বস্ত বরাক উপত্যকা পরিণত হয়েছে রাজনৈতিক টানাপোড়েন, সিন্ডিকেটের দৌরাত্ম্য আর সরকারি ব্যর্থতার এক জ্বলন্ত নিদর্শনে। সফরের দ্বিতীয় দিনে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা…

ঈদের প্রাক্কালে অবৈধ গরুর বাজারের বিরুদ্ধে গর্জে উঠলো বিশ্ব হিন্দু পরিষদ গো-রক্ষা বিভাগ

বরাকবাণী প্রতিবেদন,পাথারকান্দি,৬ জুন:  ঈদের প্রাক্কালে শ্রীভূমি জেলায় অবৈধ গরুর বাজার বন্ধের দাবিতে শ্রীভূমি জেলা আয়ুক্তের মারফৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ তথা রাজ্যের মীন,পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী  কৃষ্ণেন্দু পালের হাতে…