২০২৬ বিধানসভা নির্বাচনের সেমিফাইনাল বলছেন বিজেপি নেতৃত্ব, চার জেলা পরিষদ আসনে নিরঙ্কুশ জয়ে উচ্ছ্বসিত শাসক শিবির

অন্যদিকে রাতাবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার বলেন, “রাতাবাড়ীর মানুষ আমাদের যে ভালোবাসা দেখিয়েছেন, তা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা তাঁদের চরণ ধুয়ে জল পান করলেও সেই ঋণ শোধ হবে না। রবিবার সকাল থেকে শুরু হওয়া ভোট গণনা প্রাকৃতিক প্রতিকূলতার কারণে কিছুটা বিলম্বে শুরু হলেও গোটা রামকৃষ্ণনগর এলাকায় শান্তিপূর্ণ পরিবেশেই গণনা সম্পন্ন হয়।

সোমবার বিকেল পর্যন্ত চলে গণনার প্রক্রিয়া। চারটি জেলা পরিষদ আসনের মধ্যে চেরাগী, দুর্লভচড়া, আনিপুর ও ভৈরবনগর সবগুলোতেই দখল নিয়েছে শাসক দল বিজেপি। কংগ্রেস ও নির্দল মিলে একটি মাত্র পঞ্চায়েত আসনেও জয় ছিনিয়ে আনতে পারেনি।

চেরাগী জেলা পরিষদ-এখানে বিজেপির পঙ্কজ রায় শর্মা বিপুল ভোটে জয়ী হন। তিনি পান ২২,০৯৮টি ভোট, যেখানে কংগ্রেস প্রার্থী কুবের প্রসাদ যাদব পান মাত্র ৬,৭৭৬টি ভোট। ব্যবধান ১৫,৩২২ ভোট। দুর্লভচড়া জেলা পরিষদ-বিজেপির প্রণব মুখার্জি এখানে ১৫,৭৩৯ ভোট পেয়ে নির্দল প্রার্থী মৃত্যুঞ্জয় নাথকে হারান, যিনি পান ৬,০৩৯টি ভোট। ব্যবধান –৯,৭০০ ভোট।

আনিপুর জেলা পরিষদ-এই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রথমে কংগ্রেস এগিয়ে থাকলেও শেষ হাসি হাসে বিজেপি। রেজোয়ানা বেগম ২৩,২৬৪ ভোট পেয়ে কংগ্রেস প্রার্থীকে (১৮,২৯৭ ভোট) ৪,৫৬৭ ভোটের ব্যবধানে হারান। ভৈরবনগর জেলা পরিষদ-এখানে যুব নেতা রাজেশ দাসের অভূতপূর্ব উত্থান দেখা যায়।

তিনি পান ২৬,৫৭৮টি ভোট, যেখানে কংগ্রেস প্রার্থী সুমন্ত দাস পান মাত্র ৮,৫৭২ ভোট। বিশাল ব্যবধান–১৮,০২৮ ভোট। এই অভাবনীয় জয়ের পর রাজেশ দাস বলেন, এই জয় জনগণের আশীর্বাদ। রাতাবাড়ী আবার প্রমাণ করল, উন্নয়নের রাজনীতি নিয়ে বিজেপিই একমাত্র ভরসা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পঞ্চায়েত নির্বাচনের ফলাফল রাতাবাড়ী সহ বরাক উপত্যকার রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের বার্তা দিয়ে দিল। কংগ্রেসের ভরাডুবি এবং নির্দলদের অস্তিত্বহীনতা আগামী নির্বাচনে তাদের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

রাতাবাড়ীর রাজনীতি এখন বিজেপির ঢেউয়ে ভেসে যাচ্ছে–এ কথা বলাই যায়। শাসক দলের আত্মবিশ্বাস যেখানে তুঙ্গে, সেখানে বিরোধীদের জন্য ভবিষ্যৎ যেন অনিশ্চয়তার কালো মেঘে ঢাকা। এই পঞ্চায়েতের ফলাফলের রেশ কেবল এই অঞ্চলে নয়, রাজ্য রাজনীতিতেও দীর্ঘদিন অনুভূত হবে–এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Related Posts

আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি  শ্রীভূমি ২৬ জুলাই: শহর শ্রীভূমির  পানীয়জলের সমস্যা দূর করতে এবার নতুন জল প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান লঙ্গাই প্ল্যান্টের পাশেই…