যুদ্ধকালীন তৎপতায় চলছে গ্যা মন সেতুর নির্মাণকাজ: মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে নজরদারিতে প্রশাসন

হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি শ্রীভূমি, ২৯ মেঃ  মুখ‍্যমন্ত্রীর নির্দেশে যুদ্ধকালীন তৎপতায় চলছে গ‍্যামন সেতুর কাজ। নির্ধারিত সময়ের মধ‍্যে কাজ সম্পন্ন করা হবে। তবে গ‍্যামন সেতু বন্ধ হওয়ার সাধারণ মানুষ থেকে ছাত্র-ছাত্রীরা যে অসুবিধের সম্মুখীন হচ্ছেন তা দূর করতে ইতিমধ্যে প্রশাসনিক তরফে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার গ‍্যামন সেতুর কাজ পরিদর্শন করে একথা বলেন রাজ‍্যের মীন, পূর্ত,পশুপালন ও পশুচিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বলেন মুখ‍্যমন্ত্রী তাকে এবং মন্ত্রী কৌশিক রাইকে গ‍্যামন সেতুর কাজের অগ্রগতি  এবং সাধারণের চলাচলের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধে না হয় সেদিকে নজর রাখতে বলেছেন।

গত একুশ মে থেকে বন্ধ রয়েছে কাটিগড়ার গ্যামন সেতু। সংস্কার কাজের জন্য দু-মাসের সময়সীমা দিয়ে বন্ধ রাখা হয় এই সেতু। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে কাটিগড়া ও লাঠিমারা ফেরি দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষের। এনিয়ে ভোগান্তির শেষ নেই যাত্রীদের। তবে সাধারণ মানুষের কথা বিবেচনা করে চোখ-কান খোলা রেখেছে কাছাড় জেলা প্রশাসন। তৎপর রয়েছে অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগও।

বৃহস্পতিবার সেতু বন্ধের অষ্টম দিনে সরেজমিনে পরিদর্শন করে রাজ‍্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সবকিছু খতিয়ে দেখে তিনি বলেন মুখ‍্যমন্ত্রীর নির্দেশে কাজ চলছে।তবে সেতু বন্ধ হওয়ায় সাধারণ মানুষ থেকে ছাত্র-ছাত্রীরা কিছুটা অসুবিধের সম্মুখীন হচ্ছেন।যন্ত্রচালিত নৌকা দিয়ে সবাই যাতায়াত করছেন। তবে তিনি এবং কৌশিক রাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করে সম্পূর্ণ বিনামূল্যে ফেরি ভাড়ার ব‍্যবস্থা করেছেন বলে জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।

বলেন কাছাড় প্রশাসনের তরফে ব‍্যবস্থা গ্রহণ করা হয়েছে, এসডিআরএফ বাহিনী দায়িত্বে রয়েছে। ফলে যাতায়াতের ক্ষেত্রে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। জেলা বিজেপির বর্তমান সভাপতি সঞ্জীব বণিক,প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, পুরপতি রবীন্দ্র চন্দ্র দেব, উপপুরপতি সুখেন্দু দাস মন্ত্রীর সঙ্গে কাজ পরিদর্শন করেন।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…