
বরাকবাণী প্রতিবেদন শ্রীভূমি, ১৫ জুলাইঃ শহর যেন এখন আর নিরাপদ নয়। সন্ধ্যা নামলেই রাস্তায় নামতে শিউরে উঠছে পথচারীরা, বিশেষত মহিলারা। কারণ ছিনতাইবাজদের দৌরাত্ম্য প্রতিদিনের নিয়মে দাঁড়িয়েছে শ্রীভূমিতে। সম্প্রতি ফের এক মহিলা ছিনতাইবাজদের শিকার হলেন শহরের বুকে, বেবিল্যান্ড স্কুল সংলগ্ন রাস্তায়। শনিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।
বাণীবালা দে নামক এক মহিলা আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে ছিলেন, ঠিক তখনই বাইকে আসা দুই যুবক আচমকাই তাঁর পথ আটকে হঠাৎই বেগ ছিনিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকটি ছিল কালো রঙের, যুবকদের মুখে হেলমেট থাকায় চিনে ওঠা যায়নি। বেগের ভিতরে ছিল মোবাইল ফোন, ঘরের চাবি এবং নগদ সাতশো টাকা। ছিনতাইয়ের পর মানসিকভাবে ভেঙে পড়েন ওই মহিলা। এরপর তিনি দ্রুত সদর থানায় ছুটে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। কিছু সূত্র ধরে একদম অন্য এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধারও করা হয় বাণীবালার মোবাইল। তবে ছিনতাইবাজ দুই যুবকের কোনও সন্ধান এখনও মেলেনি। পুলিশ জানিয়েছে, তারা চক্রটির সন্ধানে ইতিমধ্যে জাল বিছিয়ে রেখেছে। তবে প্রশ্ন উঠছে, শহরের মূল সড়কে, স্কুল চত্বরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় কীভাবে এত সহজে ছিনতাই করে পালাতে পারল অভিযুক্তরা? পুলিশের টহল কোথায়?
সিসিটিভি ক্যামেরা থাকলেও মুখ ঢাকা থাকায় তেমন কোনো সুরাহা হয়নি বলে সূত্রের খবর। এর থেকে পরিষ্কার, অপরাধীরা এখন আগেভাগেই পুলিশের কৌশল সম্পর্কে ওয়াকিবহাল। স্থানীয় বাসিন্দারা রীতিমতো ক্ষুব্ধ। একজন দোকানদার জানান, সন্ধ্যার পর দোকান বন্ধ করতে করতেই ভয় লাগে। এমন একটা শহরে বাস করছি, যেখানে ছিনতাই এখন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এক গৃহবধূ জানান, একটা মোবাইল, কিছু টাকা ছিনিয়ে নিলেই কিন্তু ঘটনা শেষ নয়, একজন নারীর ঘরের চাবি ছিনতাই হওয়া মানে তাঁর সম্পূর্ণ নিরাপত্তা বিপন্ন।
বিশেষ করে সন্ধ্যার সময়, স্কুল, হাসপাতাল ও বাজার সংলগ্ন এলাকাগুলিতে পুলিশের টহল না থাকা নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। অনেকে বলছেন, অভিযুক্তরা নিশ্চিতভাবে নজর রাখছে কখন পুলিশ থাকে না, তখনই হানা দিচ্ছে। অপরাধীদের এমন সাহস পাওয়ার পেছনে পুলিশের প্রতিক্রিয়াহীনতা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
একইসঙ্গে প্রশাসনের দিক থেকেও নিরাপত্তা জোরদার না করার ফলে ছিনতাইবাজদের রমরমা বেড়েই চলেছে। এই ঘটনার পর আবারও সামনে এসেছে নারীদের নিরাপত্তার ইস্যু। সন্ধ্যার পর নারীরা একা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন, এমন পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা এখন আরও বেশি জরুরি হয়ে পড়েছে। শহরের বুকে এমন অপরাধের ঘটনা প্রমাণ করে, যে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক রয়ে গেছে। ছিনতাইবাজদের সাহস বেড়ে চলেছে প্রশাসনের