সুপ্রীতির ডাবল সার্টিফিকেট কেলেঙ্কারি: পানগ্রাম জিপিতে শিক্ষাগত যোগ্যতা জালিয়াতির বিস্ফোরক অভিযোগ

এই দিন বিকেল তিনটেয় পানগ্রাম জিপির চণ্ডীঘাট চা বাগানে অবস্থিত পঞ্চায়েত সদস্য রূপা দেবের বাড়িতে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে মুখ খোলেন জিপির সদস্য রাখী অধিকারি, সুরঞ্জিত নুনিয়া, বাবলু কর্মকার এবং রূপা দেব নিজে। তাঁদের সঙ্গে ছিলেন বিজেপির বুথ সভাপতি পান্না সৎনামীও। অভিযোগের তীর সোজা সুপ্রীতির দিকে।

তাঁদের দাবি, ১০ এপ্রিল তারিখে সুপ্রীতি কাঙ্গাতির নামে জয়পুর পাবলিক হাইস্কুল থেকে একসাথে নবম এবং দশম শ্রেণির দুটি সার্টিফিকেট ইস্যু হয়! প্রশ্ন তুলেছেন, একই দিনে এক মহিলার নামে দুটি ভিন্ন শ্রেণির সার্টিফিকেট কীভাবে জারি হলো? এটি কি সম্ভব? না কি প্রশাসনিক স্তরে কারসাজি হয়েছে?

সদস্যদের অভিযোগ, সুপ্রীতি কাঙ্গাতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও নেই। তাঁরা দাবি করেছেন, তিনি পড়তে বা লিখতে পারেন না। তবুও কীভাবে তাঁকে গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী করা হলো? তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, সুপ্রীতি আসলে নামমাত্র সভানেত্রী। তাঁকে সামনে রেখে অন্য কেউ পঞ্চায়েতের ক্ষমতা ও সুবিধা ভোগ করবে। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র।

সবচেয়ে বিস্ময়কর যে বিষয়টি উঠে এসেছে, তা হলো মনোনয়ন সংক্রান্ত হঠাৎ ঘুরে যাওয়া সমর্থন। অভিযোগ, ৭ জুলাই পর্যন্ত সুপ্রীতির বিরোধীরা রূপা দেবকে সভানেত্রী করতে চাইছিলেন। অথচ পরদিন শপথ গ্রহণের দিনে হঠাৎ করে সামছুল হক লস্কর ও রিংকু কর্মকার তাঁদের সমর্থন ঘুরিয়ে সুপ্রীতির পাশে দাঁড়ান।

এই আচমকা পরিবর্তন নিয়েও উঠেছে প্রশ্ন। এই চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে পঞ্চায়েতে চরম উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যেই রূপা দেবের স্বামী সুশান্ত দেব ওরফে সুমিত উধারবন্দ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। দাবী উঠেছে, সার্বিক ঘটনার নিরপেক্ষ তদন্ত করে সত্য উদ্ঘাটন করুক প্রশাসন।

Related Posts

আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি  শ্রীভূমি ২৬ জুলাই: শহর শ্রীভূমির  পানীয়জলের সমস্যা দূর করতে এবার নতুন জল প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান লঙ্গাই প্ল্যান্টের পাশেই…