ভারতমালার পরিকল্পনাহীন নির্মাণ, বন্ধ খাল, নেই ড্রেনেজ জলমগ্ন কান্দিগ্রাম-জালালপুর । ড্রেনেজ নেই, খাল ভরাট, জল নিষ্কাশনের পথ বন্ধ—সরকারের উন্নয়ন এখন বন্যার মূল কারণ!

তাঁকে ঘিরে একের পর এক অভিযোগ উগরে দেন ক্ষুব্ধ বাসিন্দারা। তাঁদের অভিযোগ, যেখানে একসময় খাল ছিল, সেখানে এখন শুধুই কংক্রিট। বৃষ্টি হলেই জল নামার পথ খুঁজে পায় না। সব জল ঢুকে পড়ে ঘরে। আমরা কি এই দুর্ভোগের জন্য ভোট দিয়েছিলাম? স্থানীয় কৃষক সঞ্জীব মণ্ডল বলেন, এখানে আগে জল খুব সহজেই নেমে যেত। কিন্তু এখন? রাস্তা হয়েছে, কিন্তু তার নিচে ড্রেন নেই। কোথাও খাল বন্ধ করে নির্মাণ করা হয়েছে, কোথাও আবার জলধারণের জায়গাগুলো মাটি দিয়ে ভরাট করা হয়েছে। ফলে বৃষ্টি হলেই জল জমে। এবার তো তিনদিনের বৃষ্টিতেই পুরো গ্রাম নদী হয়ে গেল।

একটি এত বড় প্রকল্প শুরু করার আগে পরিবেশগত প্রভাব, এলাকার ভৌগোলিক চরিত্র, জল নিষ্কাশনের দিক—এইসব না দেখেই শুরু হয় নির্মাণ কাজ। সবটাই হয়েছে কাগজে-কলমে, বাস্তবে তার প্রতিফলন নেই। তার উপর ঠিকাদারদের কারসাজি ও দপ্তরের গাফিলতিতে খোলামাঠে ড্রেনেজের মতো অপরিহার্য ব্যবস্থাও রাখা হয়নি। একজন শিক্ষক বলেন, এই দুর্যোগ প্রাকৃতিক যত না, তার চেয়ে বেশি প্রশাসনিক।

ঠিকাদার মুনাফা তুলছে, জনপ্রতিনিধি ভাগ বসাচ্ছেন, আর আমাদের কাঁধে পড়ছে দুর্ভোগের বোঝা। পরিদর্শনের সময় পরিমল রায় কেবল আশ্বাস দিয়েছেন, “সমস্যার কথা শুনেছি, দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে। তবে এলাকাবাসীর বক্তব্য, এই এক কথা আমরা বহুবার শুনেছি। ফল কিছুই হয়নি। আমাদের কথা শোনার লোক নেই। বিধায়ক আসেন না, পঞ্চায়েত সদস্য চোখে পড়েন না। শুধু কাগজে উন্নয়ন, মাটিতে দুর্ভোগ।

জনগণের অভিযোগ আরও গুরুতর। তারা বলছেন, ঠিকাদারের পছন্দ-অপছন্দ অনুযায়ী কাজের মান নির্ধারিত হচ্ছে। যে রাস্তা হওয়ার কথা ছিল ড্রেনের পাশে, তা হয়েছে জলধারণ এলাকায়। আবার কিছু জায়গায় মাটি ফেলে খাল বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কাজ কম, লাভ বেশি। সবই হয়েছে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের নীরব সম্মতিতে। স্থানীয় পঞ্চায়েত সদস্য একাধিকবার নালিশ জানালেও প্রশাসন নির্বিকার থেকেছে বলে অভিযোগ।

এক কথায়, গোটা কান্দিগ্রাম-জালালপুর এলাকায় এখন একটাই দাবি—অতিসত্বর সঠিক পরিকল্পনা করে জল নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করতে হবে। খাল পুনঃখনন, ড্রেন তৈরি ও নিকাশি পথ অবাধ রাখতে হবে। তা না হলে বর্ষা আসা মানেই ঘরছাড়া হওয়া এটা কোনোভাবেই মেনে নিতে নারাজ সাধারণ মানুষ। ভোটের সময় কেউ বাদ যায় না, দুর্যোগে কেবল আমরা এই মর্মবাণী এখন কান্দিগ্রাম-জালালপুরবাসীর হৃদয়ভেদী আর্তনাদ।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…