দীঘরখালে পুলিশের তৎপরতায় ধরা পড়লো দুই চক্রের পান্ডা, কাটিগড়ায় উদ্ধার বাশকান্দি থেকে ছিনতাই হওয়া বাইক

বরাকবাণী প্রতিবেদন  শিলচর ৮ মেঃ কাছাড় জেলার আইনশৃঙ্খলার চিত্র দিনে দিনে এতটাই উদ্বেগজনক হয়ে উঠছে যে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। বিশেষ করে চুরি, ছিনতাই ও গাড়ি পাচার চক্রের দৌরাত্ম্য…

শিলচরের বেতুকান্দিতে যুবকের মৃত্যুর ঘটনায় প্রতিবেশীর বিরুদ্ধে গুরুতর অভিযোগে আটক এক

শিলচরের বেতুকান্দি এলাকায় যুবক অমর দাস (৪২)-এর মৃত্যু ঘটেছে মারপিটের ফলে, যেখানে প্রতিবেশী টিটন মজুমদার (৩২) ও তার সহযোগীরা তাকে বেধড়ক মারধর করে। ঘটনার পর অমর চিকিৎসা নিলেও তার শারীরিক অবস্থা উন্নতি না হওয়ায় মৃত্যু ঘটে। সমর দাস, অমরের ভাই, ঘটনার বিবরণ দিয়ে শিলচর সদর থানায় এজাহার দায়ের করেন, যার ভিত্তিতে পুলিশ টিটন মজুমদারকে আটক করেছে। এই ঘটনা সমাজে মানবিক মূল্যবোধের অভাব এবং আইনশৃঙ্খলার অবনতির ইঙ্গিত দেয়।