শিলচরের বেতুকান্দিতে যুবকের মৃত্যুর ঘটনায় প্রতিবেশীর বিরুদ্ধে গুরুতর অভিযোগে আটক এক

বরাকবাণী প্রতিবেদনঃশিলচরঃ১৭জানুয়ারিঃ শিলচরের বেতুকান্দি বেরেঙ্গা তৃতীয় খণ্ডে একটি মারাত্মক মারপিটের ঘটনায় আহত যুবক অমর দাস (৪২)-এর মৃত্যু ঘটেছে। তিনি পেশায় একজন অটো চালক ছিলেন। এই ঘটনায় পুলিশ তার প্রতিবেশী টিটন মজুমদার (৩২)-কে আটক করেছে।

ঘটনাটি ঘটেছে গত ২০ ডিসেম্বর রাতে। অভিযোগ অনুসারে, ওই দিন রাত সাড়ে দশটার দিকে টিটন মজুমদার আরও ৪-৫ জনকে সঙ্গে নিয়ে অমর দাসের বাড়িতে ঢুকে তাকে বেধড়ক মারধর করে। অমরের ভাই সমর দাস জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বাড়ি ফিরে ভাইয়ের গুরুতর শারীরিক অবস্থা দেখে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসার পর কয়েক দিন হাসপাতালে থাকার পরে অমরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি ফেরার পরও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি এবং অবশেষে গত ১৫ জানুয়ারি দুপুরে তার মৃত্যু ঘটে।

সমর দাসের অভিযোগ, মারধরের সময় অমর ঘটনাটি কাউকে না জানানোর হুমকি পান। টিটন মজুমদার ও তার সহযোগীরা তাকে জানিয়ে যায়, এই ঘটনা প্রকাশ করলে গোটা পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলা হবে। ভয়ে অমর প্রথমে ঘটনাটি গোপন রাখেন। তবে মৃত্যুর আগে তিনি ভাই সমরকে পুরো ঘটনার বিবরণ দেন। ঘটনার পর সমর দাস শিলচর সদর থানায় এজাহার দায়ের করেন। এর ভিত্তিতে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে টিটন মজুমদারকে আটক করেছে।

এ ধরনের নৃশংস ঘটনা শুধু আইনশৃঙ্খলার অবনতির দিকেই ইঙ্গিত দেয় না, এটি সমাজের মানবিক মূল্যবোধের অভাবকেও তুলে ধরে। একজন প্রতিবেশী হয়ে এ রকম ন্যক্কারজনক কাজ করার দুঃসাহস কীভাবে তৈরি হলো, সেটাই ভাববার বিষয়।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…