শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

দীর্ঘদিন ধরেই সৌমিত্র অফিসে তথাকথিত ‘বাবু সিণ্ডিকেট’এর প্রভাবশালী চাঁই হিসেবে পরিচিত ছিলেন। ঘুষখোরি, তদবির, তোলাবাজি, এমনকি নারীকেন্দ্রিক অসভ্যতায়ও তাঁর নাম বারবার শোনা যেত। অবশেষে তাঁর কুকীর্তির বিস্ফোরণ ঘটল এক মর্মান্তিক ঘটনায়। ভুক্তভোগী মহিলা কর্মী শহরের এক ভাড়াঘরে একা থাকেন। বুধবার রাতে সৌমিত্র নাথ সেখানে গিয়ে কথোপকথনের আড়ালে হঠাৎই শারীরিক নির্যাতনে লিপ্ত হন বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি। ভুক্তভোগীর সাহসী পদক্ষেপে তিনি সঙ্গে সঙ্গে থানায় এজাহার দায়ের করেন। পুলিশের তৎপরতায় বৃহস্পতিবারই সৌমিত্রকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

এ ঘটনা নতুন কিছু নয়, বরং অনেক পুরোনো ক্ষতকে আবারও উন্মুক্ত করে দিল। ডিসি অফিস ঘিরে বছরের পর বছর ধরে যে ‘বাবু সিণ্ডিকেট’আছে, তাদের দাপটের খবর নতুন নয়। লবিবাজি, স্বজনপোষণ, ঘুষখোরি, দাপ্তরিক কাজের নামে তোলাবাজি আর নারী হয়রানির মতো অসংখ্য অভিযোগ উঠলেও বেশিরভাগ সময় সেগুলো ধামাচাপা পড়েছে। কিন্তু এবার ধর্ষণকাণ্ডের মতো ভয়াবহ অপরাধ গোটা ব্যবস্থার পচনকে জনসমক্ষে স্পষ্ট করে দিয়েছে। শিলচরের রাস্তাঘাট, চায়ের দোকান, রাজনৈতিক আড্ডা, সবখানেই এখন এই ঘটনার তীব্র আলোচনা।

সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, সরকারি অফিসে যদি একজন মহিলা কর্মী নিরাপদ না হন, তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ?‘বাবু সিণ্ডিকেট’এর আসল রূপ কি এরকমই? নাগরিক মহলে দাবি উঠছে, শুধু সৌমিত্র নাথকে গ্রেফতার করলেই হবে না, পুরো সিন্ডিকেটকে ভেঙে চুরমার করতে হবে। নাহলে এমন অপরাধ বারবার ঘটবে, আর ভুক্তভোগীরা ন্যায়বিচারের আশায় পথ চেয়ে মরবেন।

এখনও পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো কঠোর প্রতিক্রিয়া আসেনি। এই নীরবতাই সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়িয়ে তুলছে। মানুষ বলছেন, সরকারি দফতরের ভেতর যদি ‘মেয়েবাজি ও দালালি’চলতে থাকে, তবে প্রশাসনের প্রতি আস্থা থাকবে কোথায়? স্থানীয় সমাজকর্মী, নারী সংগঠন ও সচেতন নাগরিকেরা এই ঘটনাকে শহরের জন্য এক কলঙ্ক আখ্যা দিয়েছেন।

তারা বলছেন, এই কেলেঙ্কারি শুধু একটি নারীর জীবনে দুঃস্বপ্ন ডেকে আনেনি, বরং পুরো প্রশাসনিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকেও ধাক্কা দিয়েছে। অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে শিলচরের ইতিহাসে এই অধ্যায় এক অন্ধকার দাগ হয়ে থাকবে। সারকথা, শিলচরবাসীর দাবি একটাই কেবল গ্রেফতার নয়, ‘বাবু সিণ্ডিকেট’এর আসল চেহারা সামনে আনা ও শেকড় উপড়ে ফেলা। নাহলে প্রশাসনের ভেতরের দুর্নীতি, লাম্পট্য আর ক্ষমতার অপব্যবহার যে আরও ভয়ঙ্কর চেহারা নেবে, তা বলাই বাহুল্য।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শারদোৎসবে দুই কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধার অর্ঘ্য শিলচরে

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শারদীয় দুর্গোৎসব মানেই আনন্দ, আয়োজন আর মিলনমেলা। তবে এবারের উৎসব শুধু উল্লাসে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জুড়েছে কৃতজ্ঞতা আর শ্রদ্ধার আবহ। শহরের একদল সচেতন নাগরিকের…