এমকে গান্ধী কলেজ অধ্যক্ষের অনৈতিক কর্মকান্ড: অতিসত্বর গ্রেফতারি আবশ্যক
অতি সম্প্রতি করিমগঞ্জের ফকিরবাজার স্থিত এমকে গান্ধী কলেজে অধ্যক্ষ ইকবাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে এক ছাত্রীর উপর শারীরিক নির্যাতন ও জাতি তুলে অপমান করার অভিযোগ উঠেছে। ঘটনাটি শৈক্ষিক ও সুশীল সমাজকে নাড়িয়ে দিয়েছে। অভিযোগ রয়েছে, অধ্যক্ষ ছাত্রীর উপর বেত্রাঘাত, কিল, চড়, লাথি মেরে তাকে অজ্ঞান করে দেন এবং গার্জিয়ানকে মামলা করলে হুমকি দেন। ১১ দিন অতিক্রান্ত হলেও পুলিশি তৎপরতার অভাবে ঘটনাটি চাপা পড়ে রয়েছে। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক মদতেই অধ্যক্ষ এহেন আচরণ করেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আশু হস্তক্ষেপ দাবি করা হচ্ছে।
বিনামূল্য স্কুটির জন্য আদায় ৩৫০০ টাকা ! দুর্নীতির অভিযোগে বিতর্ক
শ্রীভূমি জেলার রয়েল এটিএস শোরুমে ‘ডক্টর বণিকান্ত কাকতি পুরস্কার’ প্রকল্পের আওতায় মেধাবী ছাত্রছাত্রীদের স্কুটি দেওয়ার সময়, ৩৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এই প্রকল্পটি ছিল সম্পূর্ণ বিনামূল্যে, তবে শোরুম কর্তৃপক্ষ এক্সেসরিজের অজুহাতে এই অর্থ আদায় করছে। ছাত্রছাত্রীদের ও অভিভাবকদের প্রতিবাদে শোরুম কর্তৃপক্ষ নতুন স্কুটি এনে এ ধরনের টাকা আদায়ের অজুহাত দেওয়ার চেষ্টা করলেও, প্রকৃত অর্থ আদায়ের কারণ নিয়ে প্রশ্ন উঠেছে।