হাইলাকান্দির পুলিশ রিজার্ভে ভোগালী বিহুর বিশেষ আয়োজন

হাইলাকান্দি জেলায় ভোগালী বিহু উদ্‌যাপন উপলক্ষে পুলিশ রিজার্ভ প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে পুলিশ সুপার লীনা দলে মেজি প্রদক্ষিণ ও অগ্নিসংযোগ করেন, যা জেলার পুলিশ পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করে। অনুষ্ঠানে পিঠা, পোনা, দই-চিড়াসহ নানা ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয় এবং পুলিশ বিভাগের মধ্যে একাত্মতা ও সহযোগিতার মনোভাব তৈরি হয়।

সমন্বয় যাত্রা ২০২৫: রাজ্য স্বাধীনতা সংগ্রামী সম্মিলনীর প্রতিনিধি দল হাইলাকান্দিতে

সমন্বয় যাত্রা ২০২৫ উপলক্ষে হাইলাকান্দিতে রাজ্য স্বাধীনতা সংগ্রামী সম্মেলনের বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের সমস্যাগুলির উপর গুরুত্ব দিয়ে আলোচনা করা হয় এবং তাদের জন্য আর্থিক সহায়তা ও সরকারি সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানানো হয়।

আলগাপুরে রাইজর দলের জাতীয় যুব বাহিনীর হাইলাকান্দি জেলার শক্তিশালী কমিটি গঠিত

রাইজর দলের জাতীয় যুব বাহিনী হাইলাকান্দি জেলায় শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যে আলগাপুরে এক বিশাল যুব সভার আয়োজন করে। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাদিক আহমেদ চৌধুরীর নেতৃত্বে শতাধিক যুবক কংগ্রেস, এআইইউডিএফ, এবং অগপ দল ছেড়ে রাইজর দলে যোগদান করেন। সভায় ১০১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়, যা পঞ্চায়েত নির্বাচন এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।