হাইলাকান্দির পুলিশ রিজার্ভে ভোগালী বিহুর বিশেষ আয়োজন

বরাকবাণী প্রতিনিধি: হাইলাকান্দি, ১৫ জানুয়ারি: রাজ্যের অন্যান্য প্রান্তের মতো হাইলাকান্দি জেলাতেও পরম্পরাগত রীতি-নীতি মেনে মকর সংক্রান্তি ও ভোগালী বিহু উদ্‌যাপন করা হয়েছে। এই উপলক্ষে হাইলাকান্দি জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে এক বিশেষ ভোগালী বিহু অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা পুলিশ রিজার্ভ প্রাঙ্গণে।

মঙ্গলবার ভোরে আয়োজিত এ অনুষ্ঠানে হাইলাকান্দির পুলিশ সুপার লীনা দলে উপস্থিত থেকে পরম্পরাগত নিয়ম অনুসারে “মেজি” প্রদক্ষিণ ও অগ্নিসংযোগ করেন। ভোগালী বিহুর ঐতিহ্য রক্ষার্থে অনুষ্ঠানে পিঠা, পোনা, দই-চিড়া প্রভৃতি খাবার ও পরিবেশন করা হয় ।

অনুষ্ঠানে পুলিশ সুপার লীনা দলে বলেন, “মেজির পবিত্র আগুন অপয়া ও অমঙ্গল দূর করে জেলা পুলিশ পরিবারের মধ্যে সুখ-শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে।” তিনি আরও বলেন, “এ ধরনের আয়োজন কর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করে এবং পরম্পরাগত সংস্কৃতি ও ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হয়।”

উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সমীর দপ্তর বরুয়া, ডিএসপি সদর সুরজিৎ চৌধুরী সহ অন্যান্য শীর্ষ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য যে, ভোগালী বিহুর এই আয়োজন পুলিশ বিভাগের কর্মীদের মধ্যে একাত্মতা ও সহযোগিতার মনোভাব তৈরি করে। এমন অনুষ্ঠান ভবিষ্যতে আরও ব্যাপকভাবে আয়োজন করার পরিকল্পনার কথাও উপস্থিত কর্মকর্তারা উল্লেখ করেন। অনুষ্ঠানের শেষে একটি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ভোগালী বিহুর উৎসবমুখর আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…