শিলচর ডিভিশন ওয়ানের প্রচ্ছন্ন মদতে বড়খলায় জল জীবন প্রকল্পে দুর্নীতি !
শিলচর ডিভিশন ও বরাক উপত্যকার জল জীবন মিশন প্রকল্পে দুর্নীতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বদরপুর মাসিমপুর জিপির মাসিমপুর বাগিচার ডব্লিউএসএস প্ল্যান্টে এক কোটি সাত লক্ষ টাকার কাজের অনিয়ম ও পানীয় জলের অভাবে ভুক্তভোগী মানুষের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসনের গাফিলতি ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের উদাসীন ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। নদী-নালা ও পুকুরের অপরিশোধিত জলপান করতে বাধ্য হচ্ছেন মানুষ, যা জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ। এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এবং প্রতিবাদে সরব হয়েছেন।
বিনামূল্য স্কুটির জন্য আদায় ৩৫০০ টাকা ! দুর্নীতির অভিযোগে বিতর্ক
শ্রীভূমি জেলার রয়েল এটিএস শোরুমে ‘ডক্টর বণিকান্ত কাকতি পুরস্কার’ প্রকল্পের আওতায় মেধাবী ছাত্রছাত্রীদের স্কুটি দেওয়ার সময়, ৩৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এই প্রকল্পটি ছিল সম্পূর্ণ বিনামূল্যে, তবে শোরুম কর্তৃপক্ষ এক্সেসরিজের অজুহাতে এই অর্থ আদায় করছে। ছাত্রছাত্রীদের ও অভিভাবকদের প্রতিবাদে শোরুম কর্তৃপক্ষ নতুন স্কুটি এনে এ ধরনের টাকা আদায়ের অজুহাত দেওয়ার চেষ্টা করলেও, প্রকৃত অর্থ আদায়ের কারণ নিয়ে প্রশ্ন উঠেছে।