শিলচর ডিভিশন ওয়ানের প্রচ্ছন্ন মদতে বড়খলায় জল জীবন প্রকল্পে দুর্নীতি !

ড. নিখিল দাশঃবরাকবাণী,শিলচরঃ১৯ জানুয়ারিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের জল জীবন মিশন প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একই ধরনের সংবাদ সামনে আসার পরও এ নিয়ে রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে রাজ্য সরকার-এই অভিযোগ আমজনতার, হরঘর নল, হর ঘর জল-এই স্লোগান দিয়ে দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চালু করা জল জীবন মিশন নামের অভিলাষী প্রকল্পটির নামে অসমের স্থানে স্থানে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে। রাজ্যে একাংশ জল জীবন মিশন প্রকল্পের নির্মাণকাজ আজও শেষ হয়নি। আর একাংশ এলাকার মানুষও এই প্রকল্পের সুবিধে আজও পাননি।

অভিযোগ অনুসারে, কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের বদরপুর মাসিমপুর জিপির অধিকাংশ এলাকার মানুষ আজও এলাকায় রূপায়ণ হওয়া সরকারি ওই প্রকল্প থেকে একটু পানীয়জল পাননি। একাংশ প্রকল্পের টাকায় জনতা তেমন উপকৃত না হলেও উপকৃত হয়েছেন ঠিকাদার এবং বিভাগের আধিকারিকরা এমন অভিযোগ ও উঠছে আখছার।

প্রাপ্ত তথ্য অনুসারে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচর এক নম্বর সংমণ্ডলের কার্যালয়ের অধীনে বদরপুর মাসিমপুর জিপির মাসিমপুর বাগিচার জল প্রকল্পের সংস্কার ও পাইপ লাইনের কাজের জন্য জল জীবন মিশন প্রকল্পে বরাদ্দ হয়েছে এক কোটি সাত লক্ষ টাকা ২০২০-২১ সালে, প্রকল্পটির মাধ্যমে মাসিমপুর বাগিচার বসবাস করা ১৭০টি পরিবার পানীয়জল পাবে বলে ফলকে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। কিন্তু দুঃখের কথা হল, গত কয়েক মাস ধরে মাসিমপুর বাগিচার ১৭০টি পরিবার পানীয়জল থেকে বঞ্চিত রয়েছে। সম্প্রতি এলাকার জনতা অভিযোগ করেছেন যে প্রকল্পটি ভেস্তে গিয়েছে। তবে ওই প্রকল্পটি চালু হওয়ার পর কিন্তু জনতা কিছুদিন পানীয় জল পেয়েছিলেন কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পাইপ দিয়ে জল যাওয়া বন্ধ হয়ে যায়। এলাকার মানুষ অভিযোগ করেছেন, বিদ্যুতের ভল্টেজ কম এবং জলের ট্যাঙ্ক অপরিষ্কার থাকায় জল সরবরাহ ব্যবস্থা বিকল হয়ে পড়েছে। এর ফলে তাদের বাধ্য হয়ে আগের মতোই কুয়ো, পুকুর, নদীর, নালার ইত্যাদির অপরিশুদ্ধ জলপান করতে হচ্ছে।

এ নিয়ে স্থানীয় এক মহিলা জানিয়েছেন, প্রকল্প গত এক মাস ধরে বিকল থাকায় তাদের বাধ্য হয়ে নদীর, নালার ও কুয়ো-পুকুরের জলপান করতে হচ্ছে। বাগিচার মানুষ নদীর, নালার ওপর অনেক পরিবার নির্ভরশীল। কুয়োর জলও ঘোলা। কাপড় দিয়ে ছেঁকে জল নিতে হচ্ছে তাদের। ভুক্তভোগী মানুষ এদিন আরও একবার বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রকল্পটিকে সংস্কার করার দাবি জানিয়েছেন।

বরাক উপত্যকার মাসিমপুর বাগিচায় জল সংকট ও জল জীবন মিশন প্রকল্প ব্যর্থতার প্রতিবাদে স্থানীয় মানুষের সমাবেশ
শিলচর ডিভিশনের অধীনে মাসিমপুর বাগিচায় জল জীবন মিশন প্রকল্প ব্যর্থতার প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ

এবার এক কোটি সাত লক্ষ টাকার কেলেংকারির অভিযোগ উঠল বদরপুর মাসিমপুর জিপির মাসিমপুর বাগিচার ডব্লুএসএস প্ল্যান্টে। পিএইচই ডিভিশন ওয়ানের আওতাধীন এই প্রকল্পের জন্য জল জীবন মিশন থেকে এক কোটি সাত লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। এক বছর ধরে চলছিল প্রকল্পটির সংস্কার ও পাইপ লাইনের কাজও। গত কয়েক মাস ধরে বদরপুর-মাসিমপুর বাগিচার পানীয়জল পরিষেবা বন্ধ হয়ে পড়ে। জলের অভাবে অসহনীয় কষ্টের মুখোমুখি হচ্ছিলেন মানুষ। শনিবার শেষমেশ ধৈর্যহারা হয়ে পড়েন তারা। প্ল্যান্টের দুর্নীতির বিরুদ্ধে তোলেন তুমুল স্লোগান পরে জনতা সংবাদ মাধ্যমকে ডেকে একরাশ ক্ষোভ উগরে দেন। তারা বলেন, দু’নম্বরি কাজের জন্যই এমনটা হয়েছে। গত কয়েক মাস ধরে নির্জলা থাকলেও কেউ তাদের খোঁজ নেননি। বিভাগীয় আধিকারিকদের জানানো হয়েছে কিন্তু তারাও আসেননি। জনতা এদিন ঘটনাটিকে নিয়ে জেলাশাসকেরও দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি সত্বর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া না হলে তারা আন্দোলনের পথে পা বাড়ানোরও হুমিক দিয়েছেন I

এ নিয়ে শিলচর এক নম্বর সংমণ্ডল কার্যালয়ের একাংশ আধিকারিক নির্বিকার ভূমিকা পালন করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় মানুষ। তবে এ ব্যাপারে মানুষ শিলচর এক নম্বর সংমণ্ডল কার্যালয়ের আধিকারিকদের দোষারোপ করলেও এ ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানা যায়নি।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…