শিলচরে উন্নয়নের নামে চলছে আর্থিক লুন্ঠন, প্রেমতলায় নালা ও গার্ড ওয়াল নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগে সরব শিলচর জেলা কংগ্রেস।

শিলচরের প্রেমতলায় নালা ও গার্ড ওয়াল নির্মাণে দুর্নীতির অভিযোগে শিলচর জেলা কংগ্রেস সরব হয়েছে। তারা দাবি করছে যে, এই প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং নির্মাণ কাজের গুণগত মান অত্যন্ত খারাপ, যার ফলে জনগণের করের টাকা অপচয় হচ্ছে। কংগ্রেস নেতারা প্রশাসনের কাছে স্বচ্ছতা দাবি করেছেন এবং তদারকি বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

ভারতমালা প্রকল্পের রাস্তা নির্মাণের কাজ আটকে দিতে রাস্তায় বাঁশের ব্যারিকেড লাগালেন ভুক্তভোগী জনতা।

নরসিংপুরের ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা ভারতমালা প্রকল্পের অধীনে রাস্তা নির্মাণে ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ তুলে কাজ বন্ধ করতে বাঁশের ব্যারিকেড তৈরি করেছেন। দীর্ঘ তিন বছর পরেও ক্ষতিপূরণ না মেলায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা।