গুয়াহাটির বদলে এবার কলকাতা এম্বারকেশন পয়েন্ট থেকে হজে রওনা দিচ্ছেন বরাক উপত্যকার অধিকাংশ হজযাত্রী

বরাকবাণী প্রতিবেদন শিলচর,২৩ মে: এবার হজযাত্রায় এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। পূর্ববর্তী বছরগুলির মতো গুয়াহাটির পরিবর্তে এবার অধিকাংশ আসামি হজযাত্রী রওনা হচ্ছেন কলকাতা এম্বারকেশন পয়েন্ট থেকে। এর মধ্যে সোনাইসহ বরাক উপত্যকার…