অপারেশন সিঁদুরের সাফল্যে শিলচরে তৃণমূল কংগ্রেসের তিরঙ্গা যাত্রা, নেতৃত্বে সুস্মিতা দেব

যাত্রাটি শহরের বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে ফের তৃণমূল কংগ্রেস কার্য্যালয়ের সামনে এসে শেষ হয়। যাত্রা চলাকালীন দেশপ্রেমে উদ্দীপ্ত স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। ভারত মাতা কি জয়, ‘জয় হিন্দ, অপারেশন সিঁদুর জিন্দাবাদ ধ্বনিতে যেন শিলচরের বাতাস ভরে ওঠে।

এই যাত্রার মূল উদ্দেশ্য ছিল ভারতীয় সেনার সাহসিকতা ও অপারেশন সিঁদুরের মাধ্যমে দেশের গর্ব বৃদ্ধির প্রতি শ্রদ্ধা নিবেদন করা। সুস্মিতা দেব নিজেই হাতে তিরঙ্গা নিয়ে যাত্রার সামনের সারিতে ছিলেন। পথচলতি সাধারণ মানুষের মধ্যেও এই যাত্রা নিয়ে উৎসাহ দেখা যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুস্মিতা দেব বলেন, অপারেশন সিঁদুর আমাদের সেনাবাহিনীর এক অনন্য কীর্তি।

আমরা এই সফলতার মাধ্যমে দেশের আত্মবিশ্বাস আরও একধাপ বাড়লো। আজকের এই যাত্রা শুধুমাত্র উদযাপন নয়, এক ঐক্যের বার্তা। এদিনের তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, যুব সংগঠনের সদস্যরাও। দলীয় পতাকার পাশাপাশি সর্বত্র তিরঙ্গার ছোঁয়া শহরবাসীর মন ছুঁয়ে যায়। এই আয়োজনে নিরাপত্তারক্ষীরাও ছিলেন সক্রিয়। গোটা যাত্রাপথে ছিল শৃঙ্খলার নজরদারি।

শহরের বিভিন্ন প্রান্তে জমে উঠেছিল ভিড়, উৎসুক মানুষেরা রাস্তার ধারে দাঁড়িয়ে যাত্রাটিকে অভিনন্দন জানান। এ এক অনন্য দিন, যেখানে রাজনীতি ও দেশপ্রেম একসূত্রে গাঁথা হয়ে ধরা দিল শিলচরের রাস্তায়। তৃণমূল কংগ্রেসের এই পদক্ষেপ নিঃসন্দেহে জনমনে এক ইতিবাচক প্রভাব ফেলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Posts

শাসক দলের চাঁদাবাজ কয়লা, সুপারি চুন পাথর, সহ বিভিন্ন সিন্ডিকেটের রাজত্বে বরাক অশান্তির পথে: গৌরব গগৈর গুরুতর অভিযোগ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৬ জুন: আসামের বন্যা বিধ্বস্ত বরাক উপত্যকা পরিণত হয়েছে রাজনৈতিক টানাপোড়েন, সিন্ডিকেটের দৌরাত্ম্য আর সরকারি ব্যর্থতার এক জ্বলন্ত নিদর্শনে। সফরের দ্বিতীয় দিনে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা…

ঈদের প্রাক্কালে অবৈধ গরুর বাজারের বিরুদ্ধে গর্জে উঠলো বিশ্ব হিন্দু পরিষদ গো-রক্ষা বিভাগ

বরাকবাণী প্রতিবেদন,পাথারকান্দি,৬ জুন:  ঈদের প্রাক্কালে শ্রীভূমি জেলায় অবৈধ গরুর বাজার বন্ধের দাবিতে শ্রীভূমি জেলা আয়ুক্তের মারফৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ তথা রাজ্যের মীন,পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী  কৃষ্ণেন্দু পালের হাতে…