স্বাধীনতার ৭৭ বছর পরেও উন্নয়নের আলোবঞ্চিত পাঁচ পীরের মোকাম বস্তী : কাগজে কলমেই সীমাবদ্ধ ২টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র

সম্প্রতি শনিবার, সরকারি উদ্যোগে স্কুল ব্যাগ, ইউনিফর্ম, টিফিন বক্স সহ নানা শিক্ষা-সামগ্রী বিতরণের জন্য এই কেন্দ্র দু’টির নাম অন্তর্ভুক্ত করা হলেও, বাস্তবে কোনো সেন্টার না থাকায় সেই সমস্ত সামগ্রী ৬-৭ কিলোমিটার দূরের ঘারমুড়া এলাকায় বিতরণ করা হয়েছে। বিষয়টি জানাজানি হতেই, ঝালনাছড়া আঞ্চলিক ছাত্র সংস্থা (আসু’র) এক প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছায়।

সেখানে উপস্থিত হয়ে ১৯৩ নং কেন্দ্রের ওয়ার্কার রেজিয়া বেগম ও হেল্পার জানান, এই সেন্টারটি কেবল কাগজে কলমে রয়েছে। বাস্তবে কোনো অবকাঠামো, ভবন বা কার্যক্রম নেই। তাহলে আমরা এই সামগ্রী কোথায় রেখে দিতাম? তাঁদের কথায় স্পষ্ট, কোনও স্থায়ী কেন্দ্র না থাকায় তারা স্থানীয় ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে আলোচনা করেই অন্যত্র সামগ্রী বিতরণ করেছেন।

এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ঝালনাছড়া আঞ্চলিক ছাত্র সংস্থার সভাপতি ফারুক আহমদ বড়ভূইয়া। তিনি বলেন, দুটি অঙ্গনওয়াড়ি সেন্টার থাকা সত্ত্বেও আজ পর্যন্ত সেখানে কোনো শিক্ষা কার্যক্রম নেই। এটা একটা ভয়াবহ অব্যবস্থাপনা ও চরম অবহেলার নিদর্শন।

আমরা সাউথ হাইলাকান্দি চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারকে এই দুরবস্থার জন্য সম্পূর্ণরূপে দায়ী করছি। তিনি আরও জানান, এই অঞ্চলের শিশুরা একেবারে প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অতি দ্রুত পাঁচ পীরের মোকাম বস্তীতে স্থায়ী ও কার্যকর অঙ্গনওয়াড়ি সেন্টার চালু করতে হবে,

এটাই এখন আমাদের প্রধান দাবি। এই দিনে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ছাত্র সংস্থার সাধারণ সম্পাদক জাকির হুসেন মজুমদার, সহ সম্পাদক জুবাইর আহমদ মজুমদার, সহ সভাপতি কুতুব উদ্দিন চৌধুরী, উপদেষ্টা ছৈদ আহমদ লস্কর এবং স্থানীয় বহু অভিভাবক।

উল্লেখযোগ্য যে, এমন দুর্গম ও অবহেলিত এলাকায় শিক্ষার বুনিয়াদি পরিকাঠামো না থাকা শুধুমাত্র শিশুদের ভবিষ্যৎকেই অন্ধকার করে তুলছে না, বরং পুরো সমাজকেই ঠেলে দিচ্ছে অনিশ্চয়তার দিকে। এখন দেখার বিষয়, প্রশাসন কবে জেগে ওঠে এবং এই অঞ্চলের শিশুদের জন্য কার্যকরী পদক্ষেপ নেয়।

Related Posts

শাসক দলের চাঁদাবাজ কয়লা, সুপারি চুন পাথর, সহ বিভিন্ন সিন্ডিকেটের রাজত্বে বরাক অশান্তির পথে: গৌরব গগৈর গুরুতর অভিযোগ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৬ জুন: আসামের বন্যা বিধ্বস্ত বরাক উপত্যকা পরিণত হয়েছে রাজনৈতিক টানাপোড়েন, সিন্ডিকেটের দৌরাত্ম্য আর সরকারি ব্যর্থতার এক জ্বলন্ত নিদর্শনে। সফরের দ্বিতীয় দিনে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা…

ঈদের প্রাক্কালে অবৈধ গরুর বাজারের বিরুদ্ধে গর্জে উঠলো বিশ্ব হিন্দু পরিষদ গো-রক্ষা বিভাগ

বরাকবাণী প্রতিবেদন,পাথারকান্দি,৬ জুন:  ঈদের প্রাক্কালে শ্রীভূমি জেলায় অবৈধ গরুর বাজার বন্ধের দাবিতে শ্রীভূমি জেলা আয়ুক্তের মারফৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ তথা রাজ্যের মীন,পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী  কৃষ্ণেন্দু পালের হাতে…