অপারেশন সিঁদুর’-এর জবাবদিহি: পুঞ্চ-রাজৌরিতে পাক গোলাবর্ষণ, পাল্টা আগুনে জবাব দিল ভারত

সেই চ্যালেঞ্জের মোকাবিলা করছে ভারতীয় সেনাও। পাহেলগাঁওয়ে গত ২২ এপ্রিলের জঙ্গি হামলার জবাবে মঙ্গলবার মধ্যরাতে বড়সড় অভিযান চালিয়েছে ভারত। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টি স্থানে ‘প্রিসিশন স্ট্রাইক’ চালানো হয়েছে।

এই হামলায় নিশানা করা হয়েছে শুধুমাত্র জঙ্গি পরিকাঠামো—সেনা ঘাঁটি নয়। পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্‌ফরাবাদ ও পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরে ক্ষেপণাস্ত্র হামলার খবরও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। যদিও প্রতিরক্ষা মন্ত্রকের তরফে নির্দিষ্ট শহরের নাম প্রকাশ করা হয়নি।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ভারতের প্রতিক্রিয়া ছিল সুনির্দিষ্ট, সংযত এবং উসকানিমূলক নয়। কোনও পাকিস্তানি সেনা স্থাপনা হামলার লক্ষ্য ছিল না। শুধুমাত্র সেইসব জায়গায় আঘাত হানা হয়েছে, যেখান থেকে ভারতে জঙ্গি হানার পরিকল্পনা করা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল।

সেনা সূত্রে জানা গেছে, এই মুহূর্তে ভারত-পাক সীমান্তে বায়ুসেনার সমস্ত ইউনিটকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। কোনও হামলা হলে যেন দ্রুত জবাব দেওয়া যায়, সেই নির্দেশও দেওয়া হয়েছে। নয়াদিল্লির তরফে আগেই জানানো হয়েছিল, পহেলগাঁওয়ে জঙ্গি হানার জবাব ভারত দেবে ‘নিজের পছন্দের সময়ে এবং স্থানে’।

সেই প্রতিশ্রুতি রক্ষা করেই মঙ্গলবার মধ্যরাতে অপারেশন চালিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে ভারত। সীমান্তে এই উত্তেজনার আবহে পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, সে দিকেই এখন নজর গোটা দেশের।

Related Posts

শাসক দলের চাঁদাবাজ কয়লা, সুপারি চুন পাথর, সহ বিভিন্ন সিন্ডিকেটের রাজত্বে বরাক অশান্তির পথে: গৌরব গগৈর গুরুতর অভিযোগ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৬ জুন: আসামের বন্যা বিধ্বস্ত বরাক উপত্যকা পরিণত হয়েছে রাজনৈতিক টানাপোড়েন, সিন্ডিকেটের দৌরাত্ম্য আর সরকারি ব্যর্থতার এক জ্বলন্ত নিদর্শনে। সফরের দ্বিতীয় দিনে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা…

ঈদের প্রাক্কালে অবৈধ গরুর বাজারের বিরুদ্ধে গর্জে উঠলো বিশ্ব হিন্দু পরিষদ গো-রক্ষা বিভাগ

বরাকবাণী প্রতিবেদন,পাথারকান্দি,৬ জুন:  ঈদের প্রাক্কালে শ্রীভূমি জেলায় অবৈধ গরুর বাজার বন্ধের দাবিতে শ্রীভূমি জেলা আয়ুক্তের মারফৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ তথা রাজ্যের মীন,পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী  কৃষ্ণেন্দু পালের হাতে…