উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের উদ্যোগে বসছে নতুন শহিদ বেদি

উওর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের উদ‍্যোগে নতুন শহীদ বেদী উন্মোচন উপলক্ষে বরাকের দুই মন্ত্রী কৌশিক রাই, কৃষ্ণেন্দু পাল, রাজ‍্য সভার সাংসদ মিশন রঞ্জন দাস, লোকসভার সাংসদ কৃপানাথ মালাহ, পরিমল শুক্লবৈদ‍্য সহ শহীদ পরিবারের সদস‍্য এবং শ্রীভূমির সব বিধায়ক সহ রাজনৈতিক ব‍্যক্তিত্ব, সামাজিক সাংস্কৃতিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

রবিবার শ্রীভূমির বিপিনচন্দ্র পাল স্মৃতিভবনে এক সভায় আসন্ন কার্যসৃচির রূপরেখা তৈরী করা হয়। শ্রীভূমি শহরে এবার নতুন ভাষা শহীদ বেদি বসানোর উদ‍্যোগ গ্রহণ করলেন উওর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধায়কের উদ‍্যোগে সুভাষনগর স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের নিকট নতুন ভাষা শহীদ বসানো হবে। বেদি তৈরী করছেন ভাস্কর কিশোর দে।

শ্রীভূমি শহরের সুভাষনগর রোডস্থিত স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের নিকটে দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে ভাষা শহীদ বেদি। জরাজীর্ণ অবস্থায় থাকা ভাষা শহীদ বেদি ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় নতুন বেদি বসানোর  উদ‍্যোগ নেন উওর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।

একাদশ ভাষা শহীদ বেদি তৈরী করেছেন শ্রীভূমির সুনন্তান তথা বিশিষ্ট  ভাস্কর কিশোর দে। ইতিমধ‍্যে কিশোর দে-র কাজ পরিদর্শন করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আগামী ১৯ মে নতুন বেদির উন্মোচন করা হবে। রবিবার বিপিনচন্দ্র পাল স্মৃতিভবনে এক সভায় বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়।

উওর করিমগঞ্জে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, ভাস্কর কিশোর দে, বরাক উপত‍্যকা বঙ্গ সাহিত‍্য ও সংস্কৃতি সম্মেলনর পদাধিকারীদের উপস্থিতিতে আয়োজিত সভায় বেশ কিছু প্রস্তাব গ্রহণ করা হয়।

বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন  ১৮ মে বিকেলে ১৯ শের পদচলা অর্থাৎ এক পদযাত্রা শহর পরিক্রমা করবে। পরদিন অর্থাৎ ১৯ মে দুপুর আড়াইটা (ঠিক যে সময় ১৯৬১ সালের ১৯ মে শিলচর রেলস্টেশনে গুলিচালনা হয়েছিল সেই সময়ে) নতুন ভাষা শহীদ বেদী উন্মোচন করা হবে।

বরাক উপত‍্যকার সব রাজনৈতিক ব‍্যক্তিত্ব সহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানান কমলাক্ষ।বলেন এদিন বেদী উন্মোচন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন ১৯৬১ সালের ১৯ শে মে বাংলা ভাষার দাবিতে প্রাণ দিতে হয়েছিল ১১ জন বাঙালিকে।

শিলচর রেল স্টেশনের সামনে এই দিনে পুলিশের গুলিতে শহিদ হয়েছিলেন কমলা ভট্টাচার্য, কানাইলাল নিয়োগী, চন্ডীচরণ সূত্রধর, হিতেশ বিশ্বাস, সত্যেন্দ্রকুমার দেব, কুমুদরঞ্জন দাস, সুনীল সরকার, তরণী দেবনাথ, শচীন্দ্র চন্দ্র পাল, বীরেন্দ্র সূত্রধর, সুকোমল পুরকায়স্থ।

ঘটনার জেরে নিজের সিদ্ধান্ত থেকে পিছু হটেছিল সরকার। এরপর বরাক উপত্যকায় বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল রাজ‍্য সরকার। পরবর্তী সময়ে বরাক উপত‍্যকার বিভিন্ন স্থানে ভাষা শহীদ বেদী বসানো হয়। শ্রীভূমি জেলায়ও স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের উদ‍্যোগে বেদী বসানো হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে বেদিটি ভেঙ্গে পড়ে গেছে। নতুন বেদি বসিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের লক্ষে‍‍‍ পদক্ষেপ নিয়েছেন বলে জানান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।

Related Posts

শাসক দলের চাঁদাবাজ কয়লা, সুপারি চুন পাথর, সহ বিভিন্ন সিন্ডিকেটের রাজত্বে বরাক অশান্তির পথে: গৌরব গগৈর গুরুতর অভিযোগ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৬ জুন: আসামের বন্যা বিধ্বস্ত বরাক উপত্যকা পরিণত হয়েছে রাজনৈতিক টানাপোড়েন, সিন্ডিকেটের দৌরাত্ম্য আর সরকারি ব্যর্থতার এক জ্বলন্ত নিদর্শনে। সফরের দ্বিতীয় দিনে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা…

ঈদের প্রাক্কালে অবৈধ গরুর বাজারের বিরুদ্ধে গর্জে উঠলো বিশ্ব হিন্দু পরিষদ গো-রক্ষা বিভাগ

বরাকবাণী প্রতিবেদন,পাথারকান্দি,৬ জুন:  ঈদের প্রাক্কালে শ্রীভূমি জেলায় অবৈধ গরুর বাজার বন্ধের দাবিতে শ্রীভূমি জেলা আয়ুক্তের মারফৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ তথা রাজ্যের মীন,পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী  কৃষ্ণেন্দু পালের হাতে…