পহেলগামের নারকীয় হত্যাকাণ্ডের নিন্দায় গর্জে উঠলো জনতা

এই সভায় অংশগ্রহণ করেন উধারবন্দের একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। সভার শুরুতে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর একে একে বক্তৃতা দেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

নূপূর নৃত্য কেন্দ্রের অধ্যক্ষা মিত্রা সেন বলেন, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। যারা এই কাপুরুষোচিত হামলার পেছনে রয়েছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সংস্থার সভাপতি স্নেহাংশু তালুকদার বলেন, এই হামলা শুধুই পর্যটকদের উপর নয়, এটি আমাদের দেশের ভাবমূর্তির উপর আঘাত।

এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে নূপূর নৃত্য কেন্দ্রের প্রতিটি সদস্য ও শিল্পী। স্মরণিকা সম্পাদক শিবাশিষ চক্রবর্তী কড়া সুরে বলেন, যারা ভারতের সন্তানদের উপর হামলা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যেন কড়া পদক্ষেপ নেয়। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।

সংস্থার উপদেষ্টা জগন্নাথ রায় বলেন, কাশ্মীরের পহেলগামে যা হয়েছে তা নিছক সন্ত্রাস নয়, এটি মানবতাবিরোধী অপরাধ। কোনও ভারতবাসীই এমন ঘটনা মেনে নেবে না। সভা শেষে প্রতিবাদকারীরা স্লোগানে মুখরিত করে তোলেন গোটা নেতাজি পয়েন্ট চত্ত্বর।

তাদের মুখে মুখে ধ্বনিত হয়, পাকিস্তানের অমানবিক হত্যা কান্ড মানছি না, মানব না! নিরীহ পর্যটকদের হত্যা মানছি না, মানব না! পাকিস্তান হুঁশিয়ার, ভারতবাসী এক হোও! এই সভা থেকে একটি বার্তা স্পষ্ট দেশপ্রেমে উদ্বুদ্ধ সাধারণ মানুষ আর চুপ করে থাকবে না। নূপূর নৃত্য কেন্দ্র ও অন্যান্য সংগঠনগুলি জানিয়ে দিয়েছে, তারা সর্বদা ভারতমাতার রক্ষায় প্রস্তুত এবং ভবিষ্যতেও কোনও অন্যায়-অবিচারের সামনে মাথা নত করবে না।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…