মাধ্যমিকের ফলাফল নিয়ে বিতর্কে বদরপুরের আল আমিন একাডেমি, মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ

সূত্র অনুযায়ী, আল আমিন একাডেমি থেকে মোট ১৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও ফলাফলে প্রথমে দাবি করা হয় ১৮৪ জন পরীক্ষায় অংশ নিয়েছে এবং সকলেই উত্তীর্ণ হয়েছে। পরে বিতর্কের মুখে পড়ে আবার ফলাফল সংশোধন করে জানানো হয়, ১৮৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, যার মধ্যে ২ জন অনুত্তীর্ণ হয়েছে। কিন্তু এই ভোল বদলেই বিতর্ক থেমে যায়নি। শিক্ষা নামক মহৎ ব্যবস্থাকে পায়ের তলায় ফেলে কিছু বিদ্যালয় কর্তৃপক্ষ শুধুমাত্র নতুন শিক্ষার্থী ভর্তির আশায় এই ধরনের প্রতারণা করছে বলে অভিযোগ তুলেছেন সচেতন অভিভাবকরা।

বদরপুরের একাধিক বেসরকারি বিদ্যালয় মিথ্যা ফলাফল প্রকাশ করে সাধারণ মানুষকে প্রতারণা করছে, এমনকি সামাজিক মাধ্যমেও উঠে এসেছে তথ্যপ্রমাণ সহ নানা অভিযোগ। শিক্ষা ব্যবসায় পরিণত হয়েছে—এমন মন্তব্য করেছেন অনেকেই। ছাত্রছাত্রীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত না করতে বারবার বলা হলেও, কিছু শিক্ষা প্রতিষ্ঠানের এই ধরনের কাণ্ডে বরাক উপত্যকার শিক্ষানুরাগীরা তীব্র ধিক্কার জানিয়েছেন। তবে এই বিতর্কের মধ্যেও কিছু আশার আলো দেখা গেছে। বিদ্যালয়টির মোট ফলাফলের মধ্যে ১৭ জন শিক্ষার্থী ডিস্টিংশন এবং ৬৬ জন শিক্ষার্থী স্টার মার্কস পেয়েছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু জেলা ভিত্তিক ফলাফলের তুলনায় তুলনামূলক ভালো ফল করেও কেন মিথ্যার আশ্রয় নেওয়া হল, তা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…