শ্রীভূমি পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয় অবশ্যম্ভাবী: কৃষ্ণেন্দু পাল

জেলা সভাপতি সঞ্জীব বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এদিনের সভায় অপর মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সকলকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান। সরকার সমাজের মানুষের মঙ্গলের জন্য কাজ করে চলছে। এই সকল বিষয় গ্রামীন জনগনের সামনে তুলে ধরার নির্দেশ দেন কৃষ্ণেন্দু। গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি সাধন সহ শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানীয় জল পরিষেবার ক্ষেত্রে সরকারের যুগান্তকারী পরিবর্তনের কথাও সাধারণ মানুষের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। গ্রামের উন্নতি সাধনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জেলা পরিষদ থেকে গাঁও পঞ্চায়েতের গ্রুপ সদস্য পর্যন্ত প্রতিটি পদে দলীয় এবং দলের সমর্থিত প্রার্থীদের জয় সুনিশ্চিত করার জন্য এখন থেকেই মাঠে নেমে পড়ার আহ্বান জানান মন্ত্রী কৃষ্ণেন্দু। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার  এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন জেলার প্রভারি কণাদ পুরকায়স্থ, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, পুরপতি রবীন্দ্র চন্দ্র দেব, জেলা তফশিল উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, প্রদেশ বিজেপির সদস্য সুধাংশু দাস সহ বিভিন্ন মন্ডলের সভাপতি ও মন্ডল স্তরের প্রভারিগণ।

  • Related Posts

    আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

    বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

    লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

    হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি  শ্রীভূমি ২৬ জুলাই: শহর শ্রীভূমির  পানীয়জলের সমস্যা দূর করতে এবার নতুন জল প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান লঙ্গাই প্ল্যান্টের পাশেই…