
হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি শ্রীভূমি,৩ এপ্রিল: আসন্নপঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমি জেলায় বিজেপির জয়জয়কার হবে। বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন। কারণ মানুষ বিজেপির সাথে বিজেপির পক্ষে রয়েছেন। বৃহস্পতিবার এ মন্তব্য করেন রাজ্যের মীন, পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যেই শ্রীভূমি শ্যামাপ্রসাদ ভবনে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার এক সভা অনুষ্ঠিত হয়। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। মূলত পঞ্চায়েত নির্বাচন নিয়েই বিস্তারিত আলোচনা করেন উভয় মন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।ভোটারদের সঙ্গে সম্পর্ক স্থাপনের উপর জোর দেন মন্ত্রী কৌশিক। সরকারি উন্নয়নমুখী কাজকর্ম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দলীয় কর্মীদের পরামর্শ দেন মন্ত্রী কৌশিক রায়।
জেলা সভাপতি সঞ্জীব বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এদিনের সভায় অপর মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সকলকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান। সরকার সমাজের মানুষের মঙ্গলের জন্য কাজ করে চলছে। এই সকল বিষয় গ্রামীন জনগনের সামনে তুলে ধরার নির্দেশ দেন কৃষ্ণেন্দু। গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি সাধন সহ শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানীয় জল পরিষেবার ক্ষেত্রে সরকারের যুগান্তকারী পরিবর্তনের কথাও সাধারণ মানুষের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। গ্রামের উন্নতি সাধনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জেলা পরিষদ থেকে গাঁও পঞ্চায়েতের গ্রুপ সদস্য পর্যন্ত প্রতিটি পদে দলীয় এবং দলের সমর্থিত প্রার্থীদের জয় সুনিশ্চিত করার জন্য এখন থেকেই মাঠে নেমে পড়ার আহ্বান জানান মন্ত্রী কৃষ্ণেন্দু। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন জেলার প্রভারি কণাদ পুরকায়স্থ, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, পুরপতি রবীন্দ্র চন্দ্র দেব, জেলা তফশিল উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, প্রদেশ বিজেপির সদস্য সুধাংশু দাস সহ বিভিন্ন মন্ডলের সভাপতি ও মন্ডল স্তরের প্রভারিগণ।