শ্রীভূমি পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয় অবশ্যম্ভাবী: কৃষ্ণেন্দু পাল

জেলা সভাপতি সঞ্জীব বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এদিনের সভায় অপর মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সকলকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান। সরকার সমাজের মানুষের মঙ্গলের জন্য কাজ করে চলছে। এই সকল বিষয় গ্রামীন জনগনের সামনে তুলে ধরার নির্দেশ দেন কৃষ্ণেন্দু। গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি সাধন সহ শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানীয় জল পরিষেবার ক্ষেত্রে সরকারের যুগান্তকারী পরিবর্তনের কথাও সাধারণ মানুষের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। গ্রামের উন্নতি সাধনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জেলা পরিষদ থেকে গাঁও পঞ্চায়েতের গ্রুপ সদস্য পর্যন্ত প্রতিটি পদে দলীয় এবং দলের সমর্থিত প্রার্থীদের জয় সুনিশ্চিত করার জন্য এখন থেকেই মাঠে নেমে পড়ার আহ্বান জানান মন্ত্রী কৃষ্ণেন্দু। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার  এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন জেলার প্রভারি কণাদ পুরকায়স্থ, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, পুরপতি রবীন্দ্র চন্দ্র দেব, জেলা তফশিল উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, প্রদেশ বিজেপির সদস্য সুধাংশু দাস সহ বিভিন্ন মন্ডলের সভাপতি ও মন্ডল স্তরের প্রভারিগণ।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…