সোনাই নরসিং আখড়া ঘাটে মর্মান্তিক দুর্ঘটনা: নদীতে ডুবে ১৫ বছরের কিশোরের মৃত্যু

নিহত কিশোরের নাম সম্রাট চন্দ। সে সোনাই শহরের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা সজল চন্দের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক তিনটার দিকে সজল চন্দ তার ১৫ বছর বয়সী পুত্র সম্রাটকে নিয়ে সোনাই নদীতে স্নান করতে যান। স্নানের সময় কোনোভাবে সম্রাট নদীর গভীর জলে তলিয়ে যায়। ছেলেকে চোখের সামনে ডুবতে দেখে পিতা সজল ছন্দ আতঙ্কিত হয়ে পড়েন এবং চিৎকার শুরু করেন। তার আর্তনাদ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং কিশোরকে উদ্ধারের চেষ্টা চালান। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সোনাই থানার পুলিশ। স্থানীয়রা নৌকা সহ বিভিন্ন ভাবে উদ্ধার কাজ শুরু করেন।  উদ্ধারকাজে সহায়তা করার জন্য এসডিআরএফ (স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স)-এর একটি দলকেও খবর দেওয়া হয়।

স্থানীয় মানুষজন এবং এসডিআরএফ বাহিনীর সদস্যরা যৌথভাবে দীর্ঘক্ষণ ধরে নদীতে তল্লাশি অভিযান চালান। অবশেষে, বিকেল পাঁচটা নাগাদ কিশোর সম্রাটের নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হয় এসডিআরএফ। জলে ডুবে ১৫ বছর বয়সী তরতাজা একটি প্রাণের এমন আকস্মিক পরিণতিতে গোটা এলাকায় গভীর শোকের আবহ তৈরি হয়েছে। সম্রাটের পরিবার ও আত্মীয়-স্বজনের মধ্যে নেমে এসেছে কান্নার রোল। স্থানীয় বাসিন্দারা এই মর্মান্তিক ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন। এদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছে।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…