সোনাই নরসিং আখড়া ঘাটে মর্মান্তিক দুর্ঘটনা: নদীতে ডুবে ১৫ বছরের কিশোরের মৃত্যু

নিহত কিশোরের নাম সম্রাট চন্দ। সে সোনাই শহরের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা সজল চন্দের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক তিনটার দিকে সজল চন্দ তার ১৫ বছর বয়সী পুত্র সম্রাটকে নিয়ে সোনাই নদীতে স্নান করতে যান। স্নানের সময় কোনোভাবে সম্রাট নদীর গভীর জলে তলিয়ে যায়। ছেলেকে চোখের সামনে ডুবতে দেখে পিতা সজল ছন্দ আতঙ্কিত হয়ে পড়েন এবং চিৎকার শুরু করেন। তার আর্তনাদ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং কিশোরকে উদ্ধারের চেষ্টা চালান। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সোনাই থানার পুলিশ। স্থানীয়রা নৌকা সহ বিভিন্ন ভাবে উদ্ধার কাজ শুরু করেন।  উদ্ধারকাজে সহায়তা করার জন্য এসডিআরএফ (স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স)-এর একটি দলকেও খবর দেওয়া হয়।

স্থানীয় মানুষজন এবং এসডিআরএফ বাহিনীর সদস্যরা যৌথভাবে দীর্ঘক্ষণ ধরে নদীতে তল্লাশি অভিযান চালান। অবশেষে, বিকেল পাঁচটা নাগাদ কিশোর সম্রাটের নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হয় এসডিআরএফ। জলে ডুবে ১৫ বছর বয়সী তরতাজা একটি প্রাণের এমন আকস্মিক পরিণতিতে গোটা এলাকায় গভীর শোকের আবহ তৈরি হয়েছে। সম্রাটের পরিবার ও আত্মীয়-স্বজনের মধ্যে নেমে এসেছে কান্নার রোল। স্থানীয় বাসিন্দারা এই মর্মান্তিক ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন। এদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছে।

Related Posts

আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি  শ্রীভূমি ২৬ জুলাই: শহর শ্রীভূমির  পানীয়জলের সমস্যা দূর করতে এবার নতুন জল প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান লঙ্গাই প্ল্যান্টের পাশেই…