জাতীয় নিরাপত্তা: সাইবার অপরাধের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ

সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধ বৃদ্ধি পাওয়ায় জাতীয় নিরাপত্তার জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকারের নতুন সাইবার সুরক্ষা নীতিমালা ২০২৫ চালু করার লক্ষ্য নিয়েছে। এর অধীনে, সরকারি ও বেসরকারি সংস্থাগুলিকে ডেটা সুরক্ষার জন্য আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করতে বলা হয়েছে। পাশাপাশি, সাধারণ মানুষকে সাইবার হুমকি থেকে সুরক্ষিত থাকতে সচেতন করা হচ্ছে। সাইবার অপরাধ দমনে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল এবং হেল্পলাইন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

  • Related Posts

    হাসিনার বিদায়ে থেমে গেল ঢাকা-দিল্লি সমঝোতা, বিকল্প রুটে জোর ভারত সরকারের, উত্তর-পূর্ব ভারতের দরজা খুলবে রাখাইন-কালাদান করিডর?

    বরাকবাণী প্রতিবেদন গুয়াহাটি ১৮ মেঃ উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র কার্যকরী করিডর এখনও পর্যন্ত ছিল শিলিগুড়ির ‘চিকেন নেক’। এই সংকীর্ণ ভূখণ্ডের উপর নির্ভর করেই চালান, সেনা মোতায়েন এবং…

    ত্রিপুরায় থামছে না গো-চোরাচালান, ফটিকরায় পুলিশের জালে ধরা পড়লো গরু-ভর্তি ট্রাক, চালক পলাতক

    পরিতোষ পাল বরাকবাণী প্রতিনিধি ধর্মনগর ৫ মেঃ রাজ্যে পাচারকালে গাড়ী ভর্তী দেশী গরু আটক করলো পুলিশ। রবিবার বিকেলে এই সাফল্য পায় ঊনকোটি জেলার ফটিকরায় থানার পুলিশ। তবে গরু সমেত গাড়ী আটক হলেও…