
বরাকবাণী প্রতিবেদন কালাইন ১৩ মেঃ তিন দিন থেকে নিখোঁজ ভূবনেশ্বরনগরের গৃহবধূ সুলতা সিনহা। ঘটনার বিবরণ অনুযায়ী, বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভূবনেশ্বরনগর গাঁও পঞ্চায়েতের বাসিন্দা সুলতা সিনহা গত ১০ই মে শনিবার সকালে ভাঙ্গারপার স্প্রিং ডেলস একাডেমীতে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। দীর্ঘদিন ধরে ওই একাডেমীতে অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করছিলেন সুলতা।
প্রতিদিনের মতোই সেদিন সকাল ৮টায় তিনি বেরিয়ে যান। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও যখন তিনি ফিরে আসেননি, তখন উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। বহুবার মোবাইলে ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। আত্মীয়-স্বজনের কাছ থেকেও কোন সন্ধান মেলেনি। পরিস্থিতির গুরুত্ব বুঝে সুলতা সিনহার ভাই সুজিৎ সিনহা বিহাড়া পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দাখিল করেন।
জানা গেছে, সুলতা সিনহার স্বামী মোহিত কুমার সিনহা কর্মসূত্রে গৌহাটিতে অবস্থান করছিলেন। স্ত্রীর নিখোঁজ হওয়ার খবর পেয়ে তড়িঘড়ি করে তিনি বাড়ি ফিরে আসেন। কিন্তু তিন দিন পেরিয়ে গেলেও স্ত্রীর কোন খোঁজ পাননি। পরিবারের একমাত্র আশ্রয়দাত্রী সুলতা সিনহা হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় দুই সন্তান ভয়ে কেঁদে উঠেছে, অনাহারে দুর্দশায় দিন কাটাচ্ছে পরিবার।
স্বামী মোহিত কুমার সিনহা সংবাদমাধ্যমের মাধ্যমে জানান, তাঁর স্ত্রীর বয়স ২৭ বছর, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল গোলাপী চুড়িদার। বিহাড়া পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। যদি কোন সদয় ব্যক্তি সুলতা সিনহার সন্ধান পেয়ে থাকেন, অনুগ্রহ করে নিচের নম্বরগুলিতে বা স্থানীয় পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করুন: 6003136047 / 9954373945 / 7578914758