নিখোঁজ গৃহবধূ সুলতা সিনহা, তিন দিনেও মেলেনি খোঁজ

প্রতিদিনের মতোই সেদিন সকাল ৮টায় তিনি বেরিয়ে যান। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও যখন তিনি ফিরে আসেননি, তখন উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। বহুবার মোবাইলে ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। আত্মীয়-স্বজনের কাছ থেকেও কোন সন্ধান মেলেনি। পরিস্থিতির গুরুত্ব বুঝে সুলতা সিনহার ভাই সুজিৎ সিনহা বিহাড়া পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দাখিল করেন।

জানা গেছে, সুলতা সিনহার স্বামী মোহিত কুমার সিনহা কর্মসূত্রে গৌহাটিতে অবস্থান করছিলেন। স্ত্রীর নিখোঁজ হওয়ার খবর পেয়ে তড়িঘড়ি করে তিনি বাড়ি ফিরে আসেন। কিন্তু তিন দিন পেরিয়ে গেলেও স্ত্রীর কোন খোঁজ পাননি। পরিবারের একমাত্র আশ্রয়দাত্রী সুলতা সিনহা হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় দুই সন্তান ভয়ে কেঁদে উঠেছে, অনাহারে দুর্দশায় দিন কাটাচ্ছে পরিবার।

স্বামী মোহিত কুমার সিনহা সংবাদমাধ্যমের মাধ্যমে জানান, তাঁর স্ত্রীর বয়স ২৭ বছর, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল গোলাপী চুড়িদার। বিহাড়া পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। যদি কোন সদয় ব্যক্তি সুলতা সিনহার সন্ধান পেয়ে থাকেন, অনুগ্রহ করে নিচের নম্বরগুলিতে বা স্থানীয় পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করুন: 6003136047 / 9954373945 / 7578914758

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…