রিগিং, ভয়ভীতি, মনোনয়ন প্রত্যাহার সত্ত্বেও ৪৩টিরও বেশি আঞ্চলিক পঞ্চায়েতে জয়: জেলাকংগ্রেস সভাপতি

পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমি জেলায় মোট ষোলোটি জেলাপরিষদের মধ‍্যে পাঁচটি আসনে জয়লাভ করে কংগ্রেস। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাথারকান্দির দুটি আসনে বিজেপি প্রার্থী জয়ী হওয়ায় মোট চৌদ্দটি আসনে কংগ্রেস-বিজেপির প্রতিদ্বন্দ্বিতা হয়। সোমবার ফলাফল ঘোষণার পর উওর করিমগঞ্জের দুটি আসন,দক্ষিণ করিমগঞ্জের তিনটি আসনে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেন। অন‍্যদিকে সমজেলা পাথারকান্দির চারটি জেলাপরিষদ এবং রাতাবাড়ি থেকে রীতিমতো শূন‍্যহাতে ফিরতে হয় কংগ্রেসকে।

সোমবার ভোটের ফল প্রকাশের পর নিজের প্রতিক্রিয়া ব‍্যক্ত করে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন উওর করিমগঞ্জ সমষ্টির অধীনে শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলাপরিষদে  কংগ্রেস প্রার্থী মোস্তাক আহমেদ প্রায় ৩৫০৫ ভোটে জয়ী হন। রাজাটিলা-উমরপুর জেলা পরিষদে কংগ্রেস প্রার্থী জিল্লুর নূর চৌধুরী প্রায় ৮ হাজার ভোটে জয়লাভ করেন।

অন‍্যদিকে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির লক্ষ্মীবাজার জেলাপরিষদে কংগ্রেস প্রার্থী নিলুফা ইয়াসমিন প্রায় ২২ হাজার ভোটের ব‍্যবধানে জয়ী হন। টিলাবাড়ি-বান্দরকোনা জেলা পরিষদে কংগ্রেস প্রার্থী মমতাজ বেগম সর্বাধিক ৩০ হাজার ভোটে জয়ী হন। অন‍্যদিকে কালীগঞ্জ জেলাপরিষদে কংগ্রেস প্রার্থী খালিজা বেগম প্রায় ২৭ হাজার ভোটে জয়ী হন।ফলে মাত্র চৌদ্দটি জেলাপরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচটি আসনে বিশাল ভোটের ব‍্যবধানে কংগ্রেস প্রার্থীর জয় এটা প্রমাণ করে মানুষ শাসকগোষ্ঠীর অপশাসনের বিরুদ্ধে রুখে দাড়িয়েছেন। তাছাড়া পঞ্চায়েতের জয় হয়নি,এবারের নির্বাচনে ডিলিমিটেশনের জয় হয়েছে বলে মত ব‍্যক্ত করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী।

অন‍্যদিকে জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক আহমেদ সাহিল বলেন গণতন্ত্রের জয় হয়েছে। কংগ্রেস সংখ‍্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি।তবে শ্রীভূমি জেলায় কংগ্রেসের যে জয়যাত্রা শুরু হয়েছে তার প্রতিফলন আগামী বিধানসভা নির্বাচনে সবাই দেখবেন বলে আশা ব‍্যক্ত করেন আহমেদ সাহিল(স্বপন)।

Related Posts

শাসক দলের চাঁদাবাজ কয়লা, সুপারি চুন পাথর, সহ বিভিন্ন সিন্ডিকেটের রাজত্বে বরাক অশান্তির পথে: গৌরব গগৈর গুরুতর অভিযোগ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৬ জুন: আসামের বন্যা বিধ্বস্ত বরাক উপত্যকা পরিণত হয়েছে রাজনৈতিক টানাপোড়েন, সিন্ডিকেটের দৌরাত্ম্য আর সরকারি ব্যর্থতার এক জ্বলন্ত নিদর্শনে। সফরের দ্বিতীয় দিনে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা…

ঈদের প্রাক্কালে অবৈধ গরুর বাজারের বিরুদ্ধে গর্জে উঠলো বিশ্ব হিন্দু পরিষদ গো-রক্ষা বিভাগ

বরাকবাণী প্রতিবেদন,পাথারকান্দি,৬ জুন:  ঈদের প্রাক্কালে শ্রীভূমি জেলায় অবৈধ গরুর বাজার বন্ধের দাবিতে শ্রীভূমি জেলা আয়ুক্তের মারফৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ তথা রাজ্যের মীন,পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী  কৃষ্ণেন্দু পালের হাতে…