রাতাবাড়িতে জেলা পরিষদ ভোটে উত্তাপ! রাতাবাড়িতে তিনটিতে বিজেপি, একটিতে রুদ্ধশ্বাস লড়াই । উত্তর করিমগঞ্জে চমক, এজিপি প্রার্থীকে টপকে এগিয়ে কংগ্রেস প্রার্থী মোস্তাক আহমেদ

তবে পাথারকান্দির চারটি জেলাপরিষদ বিজেপির দখলে থাকবে। ইতিমধ‍্যে দুটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন বিজেপি প্রার্থীরা। অন‍্য দুটির গণনা হয় রবিবার। কংগ্রেস প্রার্থী থেকে অনেক ভোটে এগিয়ে যান বিজেপি প্রার্থীরা। অন‍্যদিকে রাতাবাড়িতে তিনটি জেলাপরিষদে এগিয়ে রয়েছে বিজেপি। একটি জেলাপরিষদে কংগ্রেস-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলে জানা যায়। উওর করিমগঞ্জ সমষ্টির অধীনে শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদে এজিপি প্রার্থী থেকে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী মোস্তাক আহমেদ।

অন‍্যদিকে রাজাটিলা-উমরপুর জেলা পরিষদে কংগ্রেস প্রার্থী জিল্লুর নূর চৌধুরী বিজেপি প্রার্থী থেকে এগিয়ে রয়েছেন। মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলাপরিষদে বিজেপি প্রার্থী সাথী কুরি কংগ্রেস প্রার্থী থেকে এগিয়ে রয়েছেন। শ্রীগৌরী জেলা পরিষদে বিজেপি প্রার্থী অর্চনা মালাকার কংগ্রেস প্রার্থী থেকে এগিয়ে রয়েছেন।

অন‍্যদিকে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির লক্ষ্মীবাজার জেলাপরিষদে কংগ্রেস প্রার্থী নিলুফা ইয়াসমিন বিজেপি প্রার্থী থেকে এগিয়ে রয়েছেন। টিলাবাড়ি-বান্দরকোনা জেলা পরিষদে কংগ্রেস প্রার্থী মমতাজ বেগম বিজেপি প্রার্থী থেকে এগিয়ে রয়েছেন। নিলামবাজার জেলা পরিষদে বিজেপি প্রার্থী অভিজিৎ রায় কংগ্রেস প্রার্থী থেকে এগিয়ে রয়েছেন।

অন‍্যদিকে কালীগঞ্জ জেলাপরিষদে কংগ্রেস প্রার্থী খালিদা বেগম বিজেপি প্রার্থী থেকে এগিয়ে রয়েছেন। রবিবার গভীর রাতে কিছু জেলাপরিষদের চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে এবং সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ভোটগণনা পর্ব সম্পন্ন হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে অন‍্যান‍্য বছরের তুলনায় শ্রীভূমি জেলায় ভোটগনণা অত‍্যন্ত ধীরগতিতে হয়েছে বলে মত ব‍্যক্ত করেছেন অনেকেই।

Related Posts

আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি  শ্রীভূমি ২৬ জুলাই: শহর শ্রীভূমির  পানীয়জলের সমস্যা দূর করতে এবার নতুন জল প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান লঙ্গাই প্ল্যান্টের পাশেই…