টানা বৃষ্টিতে ডুবল শ্রীভূমি, শহরের একাধিক এলাকা জলের তলায় নাজেহাল সাধারণ মানুষ, ব্যাহত জনজীবন

বৃষ্টি হলেই কৃত্রিম বন‍্যা। চিরাচরিত এই অভিজ্ঞতা থেকে যেমন সাধারণ মানুষ পরিত্রাণ পাচ্ছেন না তেমনি করিমগঞ্জ থেকে নাম বদল করে শ্রীভূমি হলেও সমস‍্যার সমাধান হচ্ছে না। বুধবার রাতের বৃষ্টিতে বৃহস্পতিবার শ্রীভূমি জেলাসদরের সিংহভাগ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। শহরের অনেক এলাকা কৃত্রিম বন্যার রূপ ধারন করে। ফলে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী থেকে চাকরিজীবি কিংবা ব‍্যবসায়ীদের হেনস্তা হতে হয়।

বৃহস্পতিবার জমা জলের বিষয়টি সামাজিক মাধ‍্যমে বিতর্ক শুরু হয়। বিজেপি পরিচালিত পুরবোর্ডের কাজ নিয়ে প্রশ্ন তুলেন এনএসইউআই রাজ‍্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী। বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি বলেন প্রতিবার বর্ষার মরশুমে কৃত্রিম বন‍্যায় নাজেহাল হতে হয় শহরের সাধারণ মানুষকে।

রাস্তাঘাট সহ মানুষের ঘরের ভেতরে জমা জল প্রবেশ করে। মূলত নালা এবং আবর্জনা নিষ্কাশনে কিছু সংখ‍্যক কমিশনারের চরম উদাসীনতা সাধারণ মানুষকে হেনস্তার মুখে ঠেলে দেয়। শহরের বিভিন্ন ওয়ার্ডে নালার কাজ চলছে। দুপাশ উচু এবং মধ‍্যভাগ নীচু হওয়ার পথের উপর জল জমে বেহাল আকার ধারণ করেছে। কাজগুলো অত‍্যন্ত ধীরগতিতে চলছে এবং গুণগত মান নিয়েও যথেষ্ট সংশয় বলে ক্ষোভ ব‍্যক্ত করেন শুভজিৎ।

বলেন শহরের নীলমণি রোডের প্রবেশ পথ থেকে স্টীমারঘাটে পরিবহন বিভাগের কার্যালয় পর্যন্ত পথের যে কাজ হচ্ছে তা দেখলে বিজেপি সরকারের উন্নয়ন স্পষ্ট ফুটে উঠে বলে বৃহস্পতিবার কটাক্ষ করেন এনএসইউআই রাজ‍্য সম্পাদক।তিনি আরও বলেন মেইন রোড, ব্রজেন্দ্র রোড, রামকৃষ্ণ মিশন রোড, রমণীরোডের বেহাল অবস্থা থেকে সাধারণ মানুষকে পরিত্রান প্রদানে বিজেপি পরিচালিত পুরবোর্ডের যেমন কোনো উদ‍্যোগ নেই তেমনি শাসকদলের নেতারা শুধু উন্নয়নের জয়গাণ করেই নিজেদের পদ রক্ষা করছেন।

তাছাড়া কেন্দ্র ও রাজ‍্যে সরকার  ক্ষমতায় থাকার দরুণ ডিলিমিটেশন করে আসন কর্তন করা কিংবা করিমগঞ্জ নাম পাল্টে শ্রীভূমি করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেওয়া একাংশ শাসকদলের নেতারা পরিকল্পনা গ্রহণ করে কৃত্রিম বন‍্যা থেকে শহরবাসী পরিত্রাণ প্রদান করতে পারছেন না বলে ক্ষোভ ব‍্যক্ত করেন এনএসইউআই রাজ‍্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী।

Related Posts

শাসক দলের চাঁদাবাজ কয়লা, সুপারি চুন পাথর, সহ বিভিন্ন সিন্ডিকেটের রাজত্বে বরাক অশান্তির পথে: গৌরব গগৈর গুরুতর অভিযোগ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৬ জুন: আসামের বন্যা বিধ্বস্ত বরাক উপত্যকা পরিণত হয়েছে রাজনৈতিক টানাপোড়েন, সিন্ডিকেটের দৌরাত্ম্য আর সরকারি ব্যর্থতার এক জ্বলন্ত নিদর্শনে। সফরের দ্বিতীয় দিনে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা…

ঈদের প্রাক্কালে অবৈধ গরুর বাজারের বিরুদ্ধে গর্জে উঠলো বিশ্ব হিন্দু পরিষদ গো-রক্ষা বিভাগ

বরাকবাণী প্রতিবেদন,পাথারকান্দি,৬ জুন:  ঈদের প্রাক্কালে শ্রীভূমি জেলায় অবৈধ গরুর বাজার বন্ধের দাবিতে শ্রীভূমি জেলা আয়ুক্তের মারফৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ তথা রাজ্যের মীন,পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী  কৃষ্ণেন্দু পালের হাতে…