ভোট লুটের রেকর্ড গড়েছে বিজেপি! গণতন্ত্র আজ বিপন্ন, জেলা কংগ্রেস সভাপতির বিস্ফোরক অভিযোগ

হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি শ্রীভূমি ৪ মেঃ ক্ষমতা চিরস্থায়ী নয়। রাজনীতিতে ক্ষমতার পালাবদল ঘটবে এবং সেটাই স্বাভাবিক। কিন্তু বিজেপি নেতারা রাজনৈতিক ক্ষমতার মোহে অন্ধ হয়ে যেসব কাজ করছেন তা সুস্থ গণতন্ত্রের পক্ষে এক অশনি সংকেত বলে মন্তব্য করেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী।

শণিবার এক সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি বলেন বিগত লোকসভা নির্বাচনের মতো পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণে বিজেপি নেতারা বিভিন্ন ভোটকেন্দ্রে বুথক‍্যাপচারিং ও রিগিং করে গণতন্ত্রকে সর্বকালের শ্রেষ্ঠ রেকর্ড তৈরী করেছেন। শ্রী ভূমি জেলায় মোট দশটি ভোটকেন্দ্রে পুনঃ ভোটের দাবি জানিয়ে জেলাআয়ুক্তের মাধ‍্যমে রাজ‍্য নির্বাচন কমিশনে আবেদন পত্র প্রেরণ করা হয়েছে বলেও জানান কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী।

শণিবার ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী,উপ সভাপতি নবেন্দু শর্মা পুরকায়স্থ, শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ,যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি আশরাফুল নূর চৌধুরী সহ অন‍্যরা শাসকদলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব‍্যক্ত করেন।

জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন কেন্দ্র ও রাজ‍্যে সরকার ক্ষমতার থাকার পরও শুক্রবার পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণে শাসকদলের একাংশ নেতারা যেভাবে রিগিং করেছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বলেন রাতাবাড়িতে বিধায়কের অঙ্গুলি হেলনে আনিপুর, ভৈরবনগর সহ অন‍্যান‍্য এলাকার ভোটকেন্দ্রে ব‍্যাপক রিগিং এবং গাড়ি ভাঙচুরের ঘটনা সংঘটিত হয়েছে।

একইভাবে উওর করিমগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে ব‍্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বিজেপি নেতারা বলে অভিযোগ করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। বলেন বিরোধী আসনে থেকেও পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমি জেলায় কংগ্রেস কর্মীরা শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে সহযোগিতা করেছেন অন‍্যদিকে ক্ষমতায় থেকে শাসকদলের একাংশ নেতারা যেভাবে হিংসাত্মক ঘটনা সংঘটিত করেছেন তাতে এটা প্রমাণিত হয়েছে যে জনসমর্থন আদায়ে ব‍্যর্থ হয়েছে বিজেপি দল। শ্রীভূমির জেলাআয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে মোট দশটি ভোটকেন্দ্রে পুন:ভোটের দাবি তুলে ধেরেছেন বলে জানান করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী।

Related Posts

শাসক দলের চাঁদাবাজ কয়লা, সুপারি চুন পাথর, সহ বিভিন্ন সিন্ডিকেটের রাজত্বে বরাক অশান্তির পথে: গৌরব গগৈর গুরুতর অভিযোগ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৬ জুন: আসামের বন্যা বিধ্বস্ত বরাক উপত্যকা পরিণত হয়েছে রাজনৈতিক টানাপোড়েন, সিন্ডিকেটের দৌরাত্ম্য আর সরকারি ব্যর্থতার এক জ্বলন্ত নিদর্শনে। সফরের দ্বিতীয় দিনে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা…

ঈদের প্রাক্কালে অবৈধ গরুর বাজারের বিরুদ্ধে গর্জে উঠলো বিশ্ব হিন্দু পরিষদ গো-রক্ষা বিভাগ

বরাকবাণী প্রতিবেদন,পাথারকান্দি,৬ জুন:  ঈদের প্রাক্কালে শ্রীভূমি জেলায় অবৈধ গরুর বাজার বন্ধের দাবিতে শ্রীভূমি জেলা আয়ুক্তের মারফৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ তথা রাজ্যের মীন,পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী  কৃষ্ণেন্দু পালের হাতে…