হাইলাকান্দি জেলায় ৩২ টি ভোট কেন্দ্রে রি-পোলকে কেন্দ্র করে  টান-টান উত্তেজনা বিরাজ করছে জেলা কংগ্রেস ভবনে

হাইলাকান্দির মোট আটটি জেলা পরিষদ আসনের মধ্যে বিশেষ করে কালীনগর পাইকান জেলা পরিষদ আসনের অন্তর্ভুক্ত ১৪ টি কেন্দ্রে, জামিরা শাহবাদ জেলা পরিষদ আসনে ১৩ টি কেন্দ্রে, নারায়নপুর  বন্দুকমারা জেলা পরিষদ আসনে ৩ টি কেন্দ্রে,কাটলিছড়া বাগছড়া কেন্দ্রে ১টি, রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে ১ টি কেন্দ্রে জেলা প্রশাসন রি-পোলের নির্দেশনা জারি করেন।

এদিকে, হাইলাকান্দি কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাটিগড়ার কংগ্রেস বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বলেন, ভোট গ্রহণে প্রশাসনিক দুর্বলতা, নিরাপত্তা ব্যবস্থার অভাব ছাড়াও ভোট গ্রহণে বুথ ক্যাপচারিং এবং রিগিং এর জন্য রি-পোল হচ্ছে বলে অভিযোগ।

অন্যদিকে কালীনগর পাইকান জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী নাসিমা বেগম লস্করের প্রতিনিধি কবির উদ্দিন লস্কর অভিযোগ করে বলেন তাদের উল্লেখিত ভোট কেন্দ্রে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে কিন্তু বিজেপির পক্ষে ভোট না পড়ায় তারা বিভিন্ন অভিযোগ এনে তা বানচাল করার চেষ্টা করছে। বিজেপি সি ফর্ম লংঘন করে এধরনের কর্ম কাণ্ড চালাচ্ছে বলে দাবি করেছেন কবির।

কংগ্রেস এ বিষয়ে জেলা শাসক সহ নির্বাচন কমিশনকে স্মারক পত্র দেবে বলে জানায়। এছাড়াও সাম্প্রদায়িক বিজেপি সরকারের চক্রান্তের কারণে পুনরায় ভোটকেন্দ্রে নির্বাচন হচ্ছে বলে দাবি কবিরের। আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেসের ভারপ্রাপ্ত জেলা সভাপতি ইসহাক আলি বড়ভূঁইয়া, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, কালিনগর পাইকান জেলা পরিষদ প্রার্থী নাসিমা ফেরদৌসী লস্করের প্রতিনিধি কবির উদ্দিন লস্কর, নারায়নপুর বন্দুকমারা জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থীর প্রতিনিধি আফজল হুসেন লস্কর সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা।

Related Posts

শাসক দলের চাঁদাবাজ কয়লা, সুপারি চুন পাথর, সহ বিভিন্ন সিন্ডিকেটের রাজত্বে বরাক অশান্তির পথে: গৌরব গগৈর গুরুতর অভিযোগ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৬ জুন: আসামের বন্যা বিধ্বস্ত বরাক উপত্যকা পরিণত হয়েছে রাজনৈতিক টানাপোড়েন, সিন্ডিকেটের দৌরাত্ম্য আর সরকারি ব্যর্থতার এক জ্বলন্ত নিদর্শনে। সফরের দ্বিতীয় দিনে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা…

ঈদের প্রাক্কালে অবৈধ গরুর বাজারের বিরুদ্ধে গর্জে উঠলো বিশ্ব হিন্দু পরিষদ গো-রক্ষা বিভাগ

বরাকবাণী প্রতিবেদন,পাথারকান্দি,৬ জুন:  ঈদের প্রাক্কালে শ্রীভূমি জেলায় অবৈধ গরুর বাজার বন্ধের দাবিতে শ্রীভূমি জেলা আয়ুক্তের মারফৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ তথা রাজ্যের মীন,পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী  কৃষ্ণেন্দু পালের হাতে…