অবৈধ পথে ভারতে এসে ধরা পড়ল বাংলাদেশি গৃহবধূ, আটক ভারতীয় স্বামী সহ দুই দালাল

ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর থানাধীন ভারত বাংলা সীমান্তের রাঘনা এলাকায়। বৃহস্পতিবার অবৈধভাবে ভারতে প্রবেশের পথে শিশু সহ এক গৃহবধূকে আটক করে রাঘনা বিওপির সীমান্ত রক্ষী জওয়ানরা। আটক করা হয় ভারতীয় নাগরিক তথা তার স্বামীকেও।জানা গেছে, ধৃত গৃহবধূর নাম হ্যাপি দেব (২০)। বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়ার বাঁশিপুর এলাকায়।

আর তার স্বামী কৃষ্ণচন্দ্র দেবে(২৬) এর বাড়ি ভারতের ধর্মনগর থানাধীন বারুয়াকান্দি এলাকায়। সীমান্ত রক্ষী জওয়ানের জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, সামাজিক মাধ্যমে তাদের পরিচয়। তারপর প্রেম ও পরে বাংলাদেশে গিয়ে প্রেমিকাকে বিয়ে করে ভারতীয় যুবক কৃষ্ণ। বিয়ের পর অবৈধভাবে ভারতে এসে স্বামীর ঘরে সংসার শুরু করে বাংলাদেশী গৃহবধূ।

এরি মাঝে গৃহবধূ অন্তঃসত্ত্বা হলে অবৈধভাবে বাংলাদেশের বাবার বাড়ি চলে যায়। সেখানে এক শিশু সন্তান জন্মের পর পুনরায় অবৈধভাবে ভারত – বাংলাদেশের সীমান্ত টপকে ভারতে প্রবেশের পথে আটকা পড়ে। গৃহবধূ ও তার স্বামী জানায়, তাদেরকে পাড়া পাড়ে সাহায্য করেছে ভারতীয় দুই মানব পাচারকারী। তাদের বক্তব্য অনুসারে সীমান্ত রক্ষী জওয়ানরা ইয়াকুব নগরের অঞ্জনা দাস(৪৫) ও আলমাছ উদ্দিন(৫১) কে আটক করেছে।

পরে শুক্রবার ধৃতদের ধর্মনগর থানার পুলিশের হাতে সমঝে দেয় সীমান্ত রক্ষী জওয়ানরা। ধর্মনগর থানার অফিসার ইনচার্জ সৃতিকান্ত বর্ধন জানান,গোটা ঘটনায় পাসপোর্ট এক্ট ও ভারতীয় ন্যায় সংহিতা ধারায় মামলা রুজু করে ধৃতদের জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে।সাথে খতিয়ে দেখা হচ্ছে এই মানব পাচারের সাথে আরো কেউ জড়িত আছে কিনা।

Related Posts

আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি  শ্রীভূমি ২৬ জুলাই: শহর শ্রীভূমির  পানীয়জলের সমস্যা দূর করতে এবার নতুন জল প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান লঙ্গাই প্ল্যান্টের পাশেই…